আমাদের কথা খুঁজে নিন

   

প্রহর

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

প্রবাহনের ঝুঁটি থেকে সময় ও ঘুণপোকা - মসৃণ ত্বকের পেণ্ডুলামে এবং বৃক্ষছালের ভিতর মুখ ঢুকিয়ে হারিয়ে গেলো চিন্তার সবগুলো কচিঘাস হাওয়ায় উড়ছে খুব গোপন শিহরণ - নিজেরই করোটির গভীরে শব্দচন্দ্রবন - উৎফুল্ল হরিৎ যৌবন নৃত্যশীল মেঘ গলু্‌ই চুয়ে পড়া রোদের আস্তিনে - গুটানো স্পর্শ পুরনো দিনের রেলনাইনে শতো মৃন্ময়ী সুড়ঙ্গের ভিতর বৃক্ষের ছাল - হারালো খুবলানো ক্ষত ও কষ কতমানুষ বটের পাতায় ছায়া হতে গিয়ে আর কোন দিনও জানালার পাশে দাঁড়ায় না - রোদের সন্নিকটেও না - এরা সূর্যাস্তের আলো ভাঙা তাপ ভোজবাজি তামাশার পথ ছেড়ে কচুপাতায় সরল পানির ফোটার যেজীবন যতটুকু আয়ু - সেইক্ষণটুকু তুড়ি মেরে উড়িয়ে দেবার নয় কাঁটার আঘাতে ভরে ওঠা প্রহরে খুঁজে পাইনা - নিকটের রাত


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।