আমাদের কথা খুঁজে নিন

   

প্রতীক্ষার প্রহর .....

সূদুর অতীতের পানে চেয়ে বেদনার গান গাওয়া

বর্ষার মৌসুমে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে মানুষের বুকে যখন শুধু ধু-ধু করা হাহাকার, আশা আর স্বপ্ন যখন- শুণ্যে বিলিন হওয়ার পথে, তখন শ্রাবণ আকাশ জুড়ে ঘন মেঘ আর- মেঘের গর্জন শোনা যায় দূর-দিগন্তে! আমরা আশায় ছিলাম কখন- আকাশের কান্না অঝর ধারায় নামবে। আর আমাদের ধূসর স্বপ্নগুলো আবার সবুজের প্রাণ পাবে!? অবশেষে সমস্ত প্রতীক্ষার প্রহর সমাপ্ত করে- ভোরের আকাশ ভেঙ্গে বৃষ্টি নামলো অঝর ধারায়! স্বপ্নগুলো ডগমগ করে উঠলো, নতুন প্রাণের আবেশে! আহ্ !! জীবনের বৈচিত্র্য এমনি করেই বার বার প্রাণ ফিরে পায়! আর আমরা শুধু ইতিহাসের পাতা থেকে- হারিয়ে যাই চিরতরে!! সর্বস্বত্বঃ লেখক কর্তৃক সংরক্ষিত

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।