আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাস করেন টিপাইমুখী বাঁধে বাংলাদেশের কোন ক্ষতি হবেনা ।।

shamseerbd@yahoo.com

বিশ্বাস করেন টিপাইমুখী বাঁধে বাংলাদেশের কোন ক্ষতি হবেনা । প্রতিদিন সরকারের কথাবার্তা শুনে আমিও এখন এটা বিশ্বাস করি । যা হবে সেটা খুবই সামান্য। এটা নিয়ে রাজনীতি করার আসলে কিছু নাই। জনগন না বুঝেই ফাল পাড়তেছে।

আমর জনগন আসলেই খারাপ। সুযোগ পেলেই রাজনীতি করি। গিয়েছিলাম রবি বাবুর সাক্ষ্যাতে। সে ছবি পরেই দিব। গড়াই নদীর নাম সম্ভবত সবাই শুনেছেন।

বিখ্যাত কথাসাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বাড়ীও গড়াই তীরে। তার নামে সেতুও আছে গড়াইয়ে। আছে রেল সেতুও। সবার দেখা পেয়েছি পাইনি শুধু গড়াই নামে কোন নদীর দেখা। বুকটা আফসোসে হুহু করে উঠতে পারে।

পরক্ষনে ভাবি একটা নদীই তো। ওর দেখা না পেয়ে এত আফসোসের কি আছে। এভাবে একদিন আমার সুরমা (অনেক স্মৃতি তার সাথে !!! তো কি হইছে ) কুশিয়ারা মেঘনাও শুকাবে। এমন কিইবা ক্ষতি হবে এটাই ভাবি এখন ,এতেই শান্তি । নদী মরে গেলে তবু তার চিহ্ন থেকে যায় , একটা জাতি /দেশ যখন চিন্তা চেতনায় মানসিকতায় দুর্বল হয়ে পড়ে ,নিজের ভাল মন্দ বিবেচনায় অক্ষম হয়ে পড়ে......ধীরেধীরে সে আগাই অস্তিত্বের সংকটের পথে।

এভাবে একসময় তার স্হান হয় গবেষনাগারে। গড়াই নদীর বর্তমান রূপ। মরে গেলেওতার চিহ্ন আছে। এটাও দেখতে পারেন ভবিষ্যতের টিপাইমুখ বাঁধ এর পরিনতি কি হবে তার সামান্য চিত্র Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.