আমাদের কথা খুঁজে নিন

   

ভাবুক কোবেতে



ভাড়া করে আনবি মানুষ, কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর, মা না যেন দেখতে আসে!! ও তাঁর হৃদয় যেন পবিত্র ওই মদিনারই মাটি, আমি তাঁর হৃদয়ে বিছায়েছি জায়নামাজের পাটি। পাঁচ ওয়াক্ত মোনাজাতে, বলিত মা জোড়া হাতে, আখিরাতের পরেও যেন আমারে সে ভালোবাসে!! চারিদিকে রাখবি নজর, মা না যেন দেখতে আসে! আমার নামাজ-রোজার সকল সওয়াব দাও গো বিধি তাঁরে, যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে! যদি না তাঁরে পাব, নরকেতে হেঁটে যাব। তবু যেন আমাকে সে চিরদিনই ভালোবাসে! ভাড়া করে আনবি মানুষ, কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর, মা না যেন দেখতে আসে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।