আমাদের কথা খুঁজে নিন

   

পরগাছা ভাবুক

সময়ের আবর্তে বদলে যায় পৃথিবী, বদলে যায় মানুষের মন, আমি আমার মতো চাই পৃথিবীকে। বিবেকটা সত্যি আজ হয়ে গেছে বন্দী অবিরাম করে চলে ভুল ভাল সন্ধ, মন হয় ক্রীতদাস আংকেল টম জনতার লাভ খুঁজে ক্ষণ প্রতি দম। এ খোঁজা নয় কোন দান্দ্বিক সত্য এ পরের সাপেক্ষে গণনা যন্ত্র, প্রতিবন্ধি হয়েছে আজ বাহারি যোদ্ধা ক্ষণে ক্ষণে তেল দেয় ক্ষমতাই মোদ্দা। রণ হুংকার ছাড়ে ক্ষণে জনতার জন্য জনতার সংজ্ঞাটা মনগড়া সংকীর্ণ। বেঁচে থাকলেইতো খাবি তাই মিসাইল জনতার স্বার্থটা স্থানভেদে গরমিল। ঋণ করে কিনে তাই কতোগুলো বন্দুক জনতার কথা বলে ভরে নেয় সিন্দুক। চুপ থাকে যোদ্ধা চুপ থাকে বোদ্ধা সামুরাই কেনা কাটা তাই সব আন্ধা। ছবিঃ সংগ্রহ  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।