আমাদের কথা খুঁজে নিন

   

ভাবুক

আমি একটা পাগল ভাবুক তুমি আরো ভাবো আমাকে নিয়ে ভাবো তোমাকে নিয়ে ভাবো এই দেশকে নিয়ে ভাবো এই পৃথিবীকে নিয়ে ভাবো। অর্থ ব্যতীত দুঃখে, পিছিয়ে দুর্বলকে কেন সবলে রুখে? যন্ত্রনা বুকে ভাই প্রত্যাশা, প্রচুর চাই। জানি তুমি কর্মট খোলো খনির কপাট। তোমার সৃষ্টি কর্ম, কল্প অগ্নির তাপে জলীয় বাষ্প। আমরা তৈরী করবো কম্প কারো থাকবে না অল্প।

তোমার স্বপ্ন, তোমার শক্তি আমার স্বপ্ন, আমার শক্তি। কেউ বলে আমরা নিষুতি দূর হবে কিভাবে দুর্গতি। সবাইকে দেখিয়ে দিতে চাই উন্নত হতে হবে তাই। লেখাতে নাকি থাকো মগ্ন অনেকে তাতে হচ্ছে নগ্ন। অবগত, সঠিক পথের গতিতে হারিয়ে যেওনা ভিন্ন মতিতে।

চারদিকে ছড়াবো হৃদয়ের সুগন্ধ পাবেনা কেউ নাকে দুর্গন্ধ। সকল ভাবুকের জন্য ২৩.১০.২০১২ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।