"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
মধ্যবিত্তের সংসার
বলেছিলে থাকবে পাশে বাসবে ভাল জীবনভর,
দিন বদলের পালা শেষে তুমি আমি হলাম পর।
চেয়েছিলে গয়না-শাড়ী, একটা দামী ফ্লাট বাড়ী,
ভালবাসার অংক কষে হিসেবটা কী মেলাতে পারি?
ভেবেছিলে তোমার জন্য পারবো সবই বলবে যা,
বুঝলে শেষে ভুল ছিল তা তেমন কিছুই হবার না।
প্রথম দেখা সেই হাসিটা পাইনা খুঁজে তোমার মুখে,
অভাব ঘরে বসলো জেঁকে বাদ সাধলো সকল সুখে।
আলাদীনের প্রদীপটা আজ পেতাম যদি হাতের কাছে,
এক ঘষাতে বুঝিয়ে দিতাম ক্ষমতা যে আমারো আছে।
সোনার চামচ মুখে নিয়ে জন্ম যাদের এই জগতে,
সকল সুখের মালিক তারা ফুল বিছানো চলার পথে।
কপাল দোষে আমরা যারা আকাশ ছোঁবার স্বপ্ন দেখি,
হোঁচট খেয়ে চলার পথে সোজা হয়ে দাঁড়াতে শিখি।
এমনি করেই হাজার ঘরে তুমি আমি হচ্ছি পর,
ভালবাসার নদীর বুকে দিনে দিনে জাগছে চর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।