আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভোটটা নষ্ট হলো বলে........

বৃষ্টি যেরকম আসতে আসতে ফিরে যায়..তেমনি বৃষ্টির মতো আমিও ফিরেছি বহুবার...

ভীষণ মন খারাপ..........কত স্বপ্ন নিয়ে ভোট দিয়েছিলাম নৌকায়। সারাদেশে কি হবে সেই ভাবনা আমার খুব একটা ছিলোনা। আমার শহর,আমার জেলা বদলে যাবে এমন স্বপ্নই দেখেছি........না চারমাসেই সব স্বপ্ন শেষ। ........................................ চেনা-চিরপরিচিত একজন দীপংকর তালুকদার কতটা অন্ধ আর বিবেকহীন হতে পারে, না দেখলে,না শুনলে বোঝা যাবেনা। আওয়ামী লীগের উপর এখনো কিছুটা আস্থা আছে,সামনে অনেক সময়,কিন্তু রাঙামাটি আওয়ামী এর উপর আর সামান্যতম আস্থা নেই। আমার ভোটটা নষ্ট হলো বলে খুব কষ্ট পাচ্ছি........................ আওয়ামী লীগ সমর্থকরা রাগ করবেননা,আসলেই রাঙামাটির অবস্থা খারাপ,খুব খারাপ..........দীপংকর তালুকদার এখন আরেক জয়নাল হাজারী.............ক্রমশঃ হয়ে উঠছেন........কোন সংবাদ মেনে নিতে পারেননা,,,,,,,,,,,হয়ত আমি এবং আমার সহকর্মীদের যেকেউ যেকোন সময় হয়ে উঠতে পারি.......একালের টিপু সুলতান বা প্রবীর শিকদার..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।