আমাদের কথা খুঁজে নিন

   

আমার আগামী ইলেকশনের ভোটটা গত বছর চুরি হয়ে গেলো.....।

খুব একটা বেশি যে সময় আছে জাতীয় নির্বাচনের বললে ভুল হবে । ভাবছি ঐ তো সেদিন সর্বশেষ নির্বাচন হলো । দুই বছর আর্মি বেকড সরকার থাকায়, আমার মত যারা প্রথম ভোটার ছিল , তারা মনে মনে একটা স্বপ্ন দেখেছিল যে, জাতীয় রাজনীতিতে একটা গঠন মূলক পরিবর্তন আসবে । দেশ সত্যিকারের সোনার বাংলা হবে। দিন আমাদের চেইন্জ হবে ।

এই গুলি পুরোনো কথা , তাই আর বলতে চাই না । কেবল মনে পরে নির্বাচনের আগে আমাদের আওয়ামীলীগের মনোনীত প্রার্থির জন্য রাত জেগে লেপটপে বসে বসে হাজার হাজার মানুয কে মেসেজ পাঠাতাম । কোনো লাভের জন্য নয়,কেবল আমরা স্বপ্ , দেশটার মানুয গুলিকে একটু সুখী দেখতে চাই । বাবা মুক্তি যোদ্ধা ছিলো বলে আওয়ামীলীগ কে দিয়েই স্বপ্ দেখেছিলাম । শুধু কি আমি? না, আমার দেখা অনেকে যার বরাবরি বিনপি , তারাও আওয়ামীলীগ কে সরকারে দেখতে চেয়েছিলো, একটা কারনে তা হলো দেশ প্রেম ।

ইলেকশনের পরের ঘটনা আমরা সবাই জানি । বছর ঘুরতে না ঘুরতেই কেয়ার টেকার সরকার বাতিল ! দেশের একে একে সব গুলি প্রতিষ্ঠানের নৈতিক ভিত, এতটা দুর্বল অবস্হায় নিয়ে আসা হলো, তাতে মনের গভীরে গভীর অপরাধ বোধ কাজ করা শুরু করলো , এই সরকারকে ভোট দেয়ার জন্য । হে দেশ মাতা তুমি আমাকে মাফ করো । ভেবেছিলাম হয়তো আগামীতে পাপ শুধরানোর একটা সুযোগ পাবো । বাট কেয়ার টেকার বাতিল হয়াতে, আমি কি সেটা করার সুযোগ পাবো? আমার ভোটাধিকার তো অনেক আগেই হরন করা হয়েছে ! ভোট দিতে যাওয়ার চেয়ে, ঘরে ঘুমানো ভালো, এম আই রাইট? আমি গেলেই কি, আর না গেলেই কি? ফল যা হবার হয়ে গেছে ।

লোক দেখানো ইলেকশন করে , দেশের হাজার হাজার কোটি টাকা জলে ফেলার কি মানে হয়? কি দরকার, আওয়ামীলীগ কে জয়ী এখনি করলেই হয় ! হে বাংলাদেশীরা তোমাদের কপাল,আসলেই খুব খারাপ আর নয়তো চোর বাটপার কেন তোমাদের শাসন করবে? দেশ তো শসিত হয়ার কথা দেশের সর্বউৎকিষ্ট মানুষ দ্বারা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।