কবিতার ছেলে।
বোসে মধ্যরাতে, ভোটটা দিবো কাতে
সবার কাছেই জানতে চাই, কালকে শুপ্রভাতে।
এইটা আমার প্রথম ভোট, চাইনা দিতে কাউকে চোট
মাঝে মাঝে তাইত ভাবি দেবো নাকি না তে?
ভোটটা দেবো কাতে অ ভাই ভোট টা দিবো কাতে?
হঠাৎ মোনে প্রশ্ন জাগে কি লাভ আছে তাতে
দেই যদি ভোট নাতে?
আদৌ কি ভাই যাবে এ দেশ, দেশপ্রেমিকের হাতে?
ছাত্র আমি তাই সচেতন, আগাগোরা নই অচেতন
কেবলা হাকিম থাকবো ওরে এই কি ছিলো পাঠে
ভোটটা যদি না বুঝে দেই পরবো মারা মাঠে।
সবাইকে তাই জানাই আমি,
সবার ভোটই সমান দামি
ভূল করিয়াও ছিলটা যেন পরে না কো না তে।
ভবিষ্যতের রঙ্গিন স্বপ্ন আমাদেরই হাতে
এবার ভাবুন মধ্যরাতে, অ ভাই ফায়দা আছে তাতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।