আমাদের কথা খুঁজে নিন

   

সিংহ কী ভাবে ইদুর হলো

অহংকার মানুষের পতন ঘটায়, আর বিনয় মানুষের মাথায় সম্রাটের মুকুট পরায়

বনের রাজা সিংহ এর বিয়ে তাই বনের সব পশুপাখি ই সিংহের বিয়ে দেখতে চলে আসচ্ছে সবার সাথে সাথে ইদুর ও বিয়েতে আচ্ছে।বিয়েতে এসেই ইদুর নাচানচি করতেছে ,ইদুর এত নাচতেছে যে হাতি বিরক্ত হয়ে বলতেছে যে,কী ব্যাপার তুই নাচানচি করচ্ছিস কেন? তখন ইদুর বলে আরে ভাই বিয়ের আগে আমি ও সিংহ আছিলাম ,বিয়ার পর ইদুর হয়ে গেছি। তো কদিন পর সিংহটাও আমার দলে আসছে তাই এত খুশি, সংকলিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।