আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের টেলিযোগাযোগ সম্ভাবনা এবং বর্তমান পরিস্থিতি



পৃথিবী বদলেছে - বদলাচ্ছে - বলতে গেলে এগিয়ে চলেছে দূর্বার গতিতে। পৃথিবীর এই এগিয়ে চলার সাথে সাথেই বিবর্তন ঘটেছে তথ্য প্রযুক্তির – যার কল্যানে পৃথিবী শুরু করে ছোট হলে - আর ছোট হলে হলে পৃথিবী যেন এখন সত্যিই হাতের মুঠোয়। আর এই হাতের মুঠোয় পৃথিবী আসার পেছনেই রয়েছে মুঠোফোনের চমকপ্রদ সব সুবিধা। দেরিতে হলেও আমাদের দেশেও শুরু হয়ে যায় মুঠোফোনের পথ চলা - যদিও প্রথমে একটি বাংলাদেশী কম্পানি (সিটিসেল) পথচলা শুরু করে - অত্যাধিক রেট এবং দামের কারনে তা অনেক মানুষেরই নাগালের মধ্যে ছিল না, তারপর একে একে আসে অন্য সব মোবিল কম্পানি - যে কথা সবারই জানা - আর সেই পথ ধরে আমাদের দেশে ঘটে গেছে এক মোবাইল ফোন বিপ্লব- কেননা এখন সবাই সকল যোগাযোগের মাধ্যম হিসেবেই বেছে নেয় এই মোবাইল ফোন কেই – সেটা কল হোক – আর ইন্টারনেটই হোক না কেন!!!!!! কিন্তু তারপর ও দুঃখটা যেখানে - তা হল এই মুঠোফোন বিপ্লবের কোন অংশই আমাদের বাংলাদেশ কাজে লাগাতে পারেনি - না ছিল সম্পূর্ন দেশি মালিকানাধিন কোন কম্পানি - না সরকারের কোন কম্পানি। ফলে হিসেবটা অনেকখানি এমনই দাঁড়ায় – ১০০টাকার একটা বাংলালিংক কার্ড কিনলে আমি ১৫ টাকা দেই সরকারকে আর ৮৫ টাকা চলে যায় মিশরে - সেই ৮৫ টাকা দিয়েই মিশর, নরওয়ে, মালেশিয়ার মত দেশগুলো উন্নত থেকে আরো উন্নততর হয় আর আমরা দেশে উপার্জিত অর্থ দেশে না রেখে সহজেই বিদেশে পাঠিয়ে দেই।

পার্শবর্তী দেশের কথাই ভেবে দেখি - সেখানে ১টি বা ২টি মোবাইল কম্পানি বাদে সকল কপম্পানিই দেশীয় মালিকানাধিন এবং একটি কম্পানি সরকারিভাবে পরিচালিত। তারা দেশের অর্থ দেশেই রাখছে এবং সেটা দিয়ে উন্নয়নের পথে হেঁটে চলেছে। আমাদের দেশের সরকার অনেক পরে এসে সরকারি মালিকানাধিন একটি কম্পানি করেছে - যার অবস্থা আমাদের সবারই জানা, এমনকি কোন সরকার কিংবা বিটিসিএল – কেউই এখনো একে আরো উন্নত মানের করে অন্যান্য কম্পানির মতও করে তুলার চেষ্টা করেনি এবং সামনে করবে বলেও মনে হয়না, অথচ এর মাধ্যমেই বাংলাদেশ সবচেয়ে বেশি মুদ্রা উপার্জন করতে পারতো - কেননা যেখানে গ্রামীন ফোন বাংলাদেশকে সর্বোচ্চ কর দেয় – সেখানে সহজ হিসেব করলেই তাদের আয় সম্বন্ধে ধারনা পাওয়া যেতে পারে। তারপর আবার এ সব বিদেশি কম্পানি জড়িত আছে বেশ কিছু অবৈধ কাজে যার খবর গত বছর অনেকবারই আমরা পেপারে দেখেছি। এবার আসি আমাদের সরকার গুলোর অবস্থান নিয়ে – খুব সহজেই বোঝা যাচ্ছে আমাদের কোন সরকারের আদৌ সরকারের এই টেলিযোগাযোগ খাতকে উন্নত করার এবং একে ব্যবহার করে দেশের উন্নয়নে প্রকৃত ভাবে কাজে লাগানোর কোন ইচ্ছা নেই, কেন এমন মনে হল - কারন কিছুদিন ধরেই দেখছি গ্রামীন ফোন নানা স্টাইলে বিজ্ঞাপন দিয়ে জানাচ্ছে ওদের মোবাইল ফোন থেকে গ্যাস বিদ্যুত ও পানির বিল দেয়া যাবে - বাহ এমন একটা সুবিধাতো সরকার সরকারি মোবাইলেই দিতে পারতো - না দিয়ে একটা বেসরকারি মোবাইলে দিয়ে সরকারের এমন কি ই বা লাভ হলো (কতিপয় ঊর্ধতন কর্মকর্তা ব্যতিত)।

এখন খারাপই লাগে কি সহজেই আমরা দেশের অর্থ দিয়ে অন্য দেশের উন্নয়নে ভূমিকা পালন করছি আর আমাদের সরকার গুলোও যেন সেটাতে আমাদের আরো ইন্ধন যোগাচ্ছে!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.