আমাদের কথা খুঁজে নিন

   

সব'চে বয়স্ক ব্লগারের সাইন আউট...

সঞ্জয় মিঠু

স্পেনের গ্যালিসিয়া শহরে সমুদ্রতীরের একটি বাড়িতে বসে ব্লগিং শুরু করেছিলেন স্পেনের বৃদ্ধা মারিয়া অ্যামেলিয়া লোপেজ। তখন তার বয়স ছিল ৯৫। পেয়েছিলেন বিশ্বের সবচে বয়স্ক ব্লগারের খেতাব। ফেব্র“য়ারিতে সর্বশেষ ব্লগটি লিখেছেন। আর গতকাল পৃথিবী থেকেই করলেন ‘সাইন আউট’।

শেষ ব্লগটিতে মারিয়া লিখেছেন, যখন ইন্টারনেটে থাকি, তখন অসুস্থতার কথা ভুলে যাই। এই ‘ভুলে থাকাটা’ মানুষের সঙ্গে যোগাযোগের জন্য বেশ উপকারী। এটি মগজকে জাগিয়ে তোলে এবং বেশ শক্তি যোগায়। ’ বেশ দ্রুত জনপ্রিয়তা পায় মারিয়ার ব্লগ। আলাস্কা থেকে চীন এমন কি নাইজেরিয়ায় পর্যন্ত তার ব্লগ নিয়ে আলোচনার ঝড় ওঠে।

ইরানের নিউক্লিয়ার থেকে আধুনিক রাজনীতি; সবই আছে তার ব্লগে। তরুণ ব্লগারদের প্রেরণার উৎস মারিয়া; তিনমাস আগে খুলেছিলেন ফেসবুক একাউন্টও। তাতে একটি গ্র“প তৈরি করেছিলেন। নামটাও দশাসইÑ দ্য এলডারলি ইন অ্যাকশন। মারিয়ার ব্লগ amis95.blogspotcom।

বিবিসি এইখানে দেখুন Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।