আমাদের কথা খুঁজে নিন

   

যে কারনে আপনি অযথা হর্ণ বাজাবেন না

আল বিদা

আপনার একটি গাড়ী আছে এইটা খুব ভাল কথা। ঢাকার রাস্তায় আপনি যখন আপনার এই বাহনটি নিয়ে বের হবেন তখন আপনাকে হর্ণ বাজাতেই হবে। আপনি তে নিশ্চয়ই হর্ণ না বাজিয়ে গাড়ীর ক্ষতি করবেন না। ঢাকার রাস্তায় মানূষ যেভাবে নবাবের মত রাস্তা পার হয় তাতে হর্ণ না বাজিয়ে উপায়ও থাকে না। মনে হয় যেন রাস্তাটা তার এবং তারই পার হওয়ার কথা।

রাস্তা যে গাড়ীর জন্য এবং এতে পথচারীর কোন অধিকার নাও থাকতে পারে তা আমরা বুঝতে চাই না। রাস্তা পার হওয়ার দরকার পার হয়ে যাচ্ছি। একবারও ভাবছি না যে গাড়ী যাওয়ারও একটা সিগন্যাল আছে। এবং এতে কিছু বিরতিও আছে। আমরা হয়ত এও কেয়ার করি না যে এভাবে রাস্তা পার হতে দেখে লোকে আমাকে মুর্খ ব্যাকুব বলে গালি দিল।

তবুও আপনাকে অনুরোধ করছি হর্ণ না বাজাতে। হর্ণ বাজানোর ক্ষয়-ক্ষতি আপনাকে বলছি না। কারন এ বিষয়ে আপনি ভাল জানেন। আর না জানলেও আপনার চেয়ে বেশী আমি জানি না। শুধু বলছি হর্ণ শুনে আমাদের কতটা খারাপ লাগে।

আপনার গাড়ী হয়ত সিগন্যালে দাড়িয়ে আছে। যখনই সিগন্যালের বাতি সবুজ হল চারদিকে হর্ণ বেজে উঠল। এ হর্ণ কার জন্য? আপনি যেমন যাবেন, আপনার সামনের গাড়ীর ড্রাইভারও তো যাবে। হয়ত তার গিয়ার দিত একটু সময় লাগছে। আবার ট্রাফিক জ্যামে যখন ধীরে ধীরে গাড়ী যায় তখন হর্ণ দিলেও কিন্তু সামনের গাড়ী উড়ে গিয়ে আপনাকে যাওয়ার যায়গা দিতে পারবে না।

আমি বলছি না যে সব সময় আমরাই হর্ণ দেই। আমাদের যদি একটা গাড়ী থাকে তবে আমাদের সচেতনতা নিয়ে প্রশ্ন করা ঠিক হবে না। হয়ত এ কাজ আমাদের ড্রাইভার করছে। যদি সেও করে থাকে আর গাড়ীতে আপনি থাকেন তখন হর্ণ শুনে হবে এ ভদ্রলোক কি দেখছেন না? এমন কি আপনি যখন পাবলিক ট্রান্সপোর্টে থাকবেন তখনও এতটুকু হয়ত ঐ ড্রাইভারকে বলা যায় সে যেন অযথা হর্ণ না বাজায়। একটু সচেতন হই।

আর কেউ না হোক, আমি হই। যেন অসচেতনতার জন্য আমাকে কেউ আঙ্গুল তুলে না বলে, 'মুর্খ মানুষ'। এতক্ষন অযথা পেচাল পড়ার জন্য (আদৌ কেউ যদি পড়েন) ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.