যারা করে দুর্নীতি ও চুরি
পড়ে যেন তাদের হাতে দড়ি।
গ্রহণ করলো কিনা ঘুষ
বিচারে হয় যেন তুষ।
দুর্নীতি, সন্ত্রাস ও অপশক্তি
বন্ধ হয়ে জনতা পায় যেন মুক্তি।
যারা বুলি আওড়ায়
তারা যেন তড়পায়।
হয় যেন অসহায়
পায়না যেন ঠাঁই।
দুশমন-চাটুকার
ওরা দুশমন সবার।
চাটুকার রবে বহুদূরে
সরকার রবে জনতার কাতারে।
নিরন্ন যেন অন্ন পায়
কর্মসংস্থান যেন সবার হয়।
হতদরিদ্র্য যত পরিবার
ওদের মাঝে হাহাকার।
ওরা চায় ঋণ
সহজ শর্তে ঋণ দিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।