পাখি এক্সপ্রেস
উৎসর্গ : বেশ্যাদিগকে। কারণ, বেশ্যাগামী পুরুষরা বেশ্যা হয় না।
ঘুম পাড়ানির মাসি পিসি আমার বাড়ি এসো
জলচৌকি আর পালঙ্ক নাই ছায়ার ওপর বসো
বেশ্যার চুলের মুঠে ক্রোধ
ক্রোধ, তুই বাহুবন্ধনে মৈথুন চালা
চল... সে এলো বলে!
পেয়ালায় কুকুরের ছবি!
আঁৎকে ওঠলে রস অপচয়
এবার কাঁচা মাংস খাবো
বেছে বেছে খাবো
নরম আর অবলা ঘরের
দ্বাররুদ্ধ ক্রোধ... সত্য?
হ্যাঁ সত্য!
পুরুষ?
ওহহো পৌরষ!
শক্তি?
না, না... নিয়ম!
বেশ্যা বলে কথা
চল... সৎকারে যাই।
বাঁশপাতার দৈর্ঘ দেহপ্রসারে বন্ধুবর
দেই গুটিসুটি ঘুম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।