গাহি সাম্যের গান
যেখানে এসে মিশিয়াছে-
হিন্দু ,বৌদ্ধ- মুসলিম ক্রিশ্চান।
গাহি সাম্যের গান !!
অথবা যদি বলি - "মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য "
কিংবা যদি বলি - "যে জন জীবে দয়া করে , সে জন সেবিছে ঈশ্বর "
এ রকম সহস্র উপমা আর কবিতার স্তবকে স্তবকে ভরে ফেলতে পারি আমাদের পত্রিকার পাতা অথবা ব্লগের ভার্চুয়াল পাতা । কিন্ত এসব স্তবকের কি কোন যথাযথ মূল্যায়ন করেছি কখনও ? করলেও তা হাতে গোনা যা ইতিহাস ঘাটলেই কেবল পেতে পারি ।
কিন্ত সম্প্রতি একটি মফস্বলের শিক্ষার্থীরা যা করে দেখাল তা ইতিহাস হবে কি না জানিনা তবে তা যে নৈতিক শিক্ষার এক সফল বাস্তবায়ন ঘটেছে তারই এক জ্বলন্ত উদাহরণ আমরা দেখলাম ।
শাহজাদপুর একটি উন্নত/ উন্নয়নশীল মফস্বল শাহর এখানে অনেক নামি দামি এবং ঐতিহাসিক বিদ্যা প্রতিষ্ঠানও রয়েছে ।
রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাই স্কুল এ সকল প্রতিষ্ঠানে মধ্যে অন্যতম একটি আধুনিক বিদ্যাপিঠ । সম্প্রতি এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই সেই নজরুল , ঈশ্বর গুপ্ত, এবং ভূপেন হাজারিকার কবিতা/ গানের বাণীকে বাস্তবে রূপদান করল ।
ক্যান্সার আক্রান্ত এক ছাত্রের ( অন্য বিদ্যা প্রতিষ্ঠানের) চিকিৎসার জন্য তাদের একদিনের টিফিনের টাকা বাচিঁয়ে ঐ ছাত্রের মায়ের হাতে তুলে দিল।
কোন রকম আনুষ্ঠানিকতা ছাড়াই প্রায় ১৭,০০০/= (সতের হাজার) টাকা ঐ মুমূর্ষু ছাত্রের হাতাশাগ্রস্ত মায়ের হাতে তুলে দিল । অর্থ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন প্রফেসর (সরকারী আজিজুল হক কলেজ) নাছিম উদ্দিন মালিথা (অব) এবং প্রফেসর ( শাহজাদপুর সরকারী কলেজ) এম এ আজিজ (অব) এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শহিদুল ইসলাম (শাহিন)।
ছাত্র ছাত্রীদের এই মহান সামাজিক কাজে সম্পৃক্ত দেখে প্রফেসর নাছিম উদ্দিন মালিথা বলেন - " তোমাদের এ ধরণের সামাজিক কাজে অংশ গ্রহণ নৈতিক শিক্ষার এক সফল বাস্তবায়ন"। এবং এ স্কুলের শিক্ষা পদ্ধতি ও শিক্ষকদের ভূয়াষী প্রশংসা করেন । প্রফেসর এম এ আজিজ তার সংক্ষিপ্ত এক বক্তৃতায় ঈশ্বর গুপ্তের কবিতার চরণ উদ্বৃতি করে বলেন - বিপদে জীবের পাশে দাড়ানোই হল ঈশ্বর সেবা" । মানুষের পাশে মানুষ দাড়াবে এটাই পৃথিবীর স্বাভাবিক নিয়ম হওয়ার কথা ছিল । কিন্ত মানুষের জীবনদর্শন আজ পারিবর্তন হয়েছে ।
আমরা মানুষের পাশে দাড়ানোর কথা প্রায় ভুলেই যেতে বসেছি । আর তারই মাঝে তোমাদের এ সামান্য দান এ অসহায় মানুষটির হয়তো দুঃখ একেবারে লাঘব হবে না কিন্ত মানুষটি শান্তনা পাবে হয়তো ।
পরিশেষে এই বলেই শেষ করতে হচ্ছে - "ছোট ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল
গড়িয়া তোলে মাহাদেশ সাগর অতল । " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।