লগ ইন করুন অথবা নিবন্ধন করুন

আমাদের কথা খুঁজে নিন

   

উদ্বোধনী অনুষ্ঠান(অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জাফরউল্লাহ শারাফাত, এটিএন বাংলার নায়িকা ভাই রহমান, গ্রামীণফোন এর নায়িকা বাবালু ধৌলা এবং বিশিষ্ট একজন)

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

ব্লগীয় খেলার উদ্বোধনী অনুষ্ঠনে সবাইকে আমন্ত্রণ। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শরাফাত। এখন সামহ্যোয়ারইন ব্লগের মাইকটা আমরা তার কাছেই স্থানান্তর করছি। চৌধুরী জাফরউল্লাহ শারাফাতঃ ধন্যবাদ সামহ্যোয়ারইন। সুপ্রিয় ব্লগারবৃন্দ আজকের এই আনন্দময় রাতে আমরা আপনাদের জন্য তৈরী করেছি একটি আনন্দময় খেলা।

কিছুক্ষনের মধ্যেই শুরু হতে যাচ্ছে এই খেলার উদ্বোধণী অনুষ্ঠান। আপনাদের সবাইকে স্বাগতম, সু-স্বাগতম। এই ব্লগীয় খেলায় প্রধান অতিথি হিসেবে দু’জন অতিথি আমন্ত্রণ পেয়েছেন। একজন ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন। আমরা হাজারো শুকরিয়া আদায় করছি তার জন্য, কেননা তিনি কয়েকঘন্টা আগে মৃগী রোগে আক্রান্ত হয়েছিলেন।

উনি এখন সম্ভবত কিছুটা সুস্থ তবে উনি নাকি সবসময় ’হা’ করে থাকেন। হ্যাঁ সত্যিই দেখা যাচ্ছে উনি ’হা’ করে আছেন। (কোনো একজন ব্লগার হঠাৎ চিৎকার করে বলে উঠলেন ঐ টাক্কু চুপ কর। ) শারাফাত ভাই আজ মাথার টুপিটা আনতে ভুলে গিয়েছেন। যাই হোক শারাফাত ভাই কিছুই মনে করেননি।

খেলা শুরুর পূর্বে আমরা আমদের প্রধান অতিথিকে পুরুস্কৃত করবো। পুরুস্কার প্রদান করবেন এটিএন বাংলার বিখ্যাত নায়িকা ভাই রহমান এবং গ্রামীণফোন এর কুখ্যাত নায়িকা বাবালু ধৌলা। বিঃ দ্রঃ উনি দেখতে অত্যন্ত সুন্দরী, এবং এটা না বলে পারলাম না। (ঐ টাক্কু. . . . সম্ভবত সেই ব্লগারটা. . .) যাই হোক, এখন খান সাহেবের হাতে একটি শলার ঝাড়ু– তুলে দিচ্ছেন এটিএন বাংলার বিখ্যাত নায়িকা ভাই রহমান, সব ব্লগারবৃন্দ জোরড়ে তালি দেন। আসছেন খান সাহেব।

এখনো হা করে রয়েছেন। উনি মনে হয় কিছুই বুঝতে পারছেন না। খা সাহেব এইমাত্র পুরুস্কার নিলেন। খা সাহেব যাবেন না প্লিজ। আপনার জন্য আরও একটি উপহার রয়েছে।

এখন খা সাহেবের হাতে একটি প্লাস্টিকের বদনা তুলে দিবেন গ্রামীণফোন এর নায়িকা বাবালু ধৌলা। খা সাহেব, যদি একটু মাইকের সামনে আসতেন. . . উপহার পেয়ে নিশ্চয়ই খুব আনন্দ লাগছে? (নাক কুচকিয়ে কিং সাহেব হাঁ করে আছেন) হ, আনন্দ লাগতাছে। মনে হইতাছে এহনি একটা ঝাড়ু–র শলা ভাইঙ্গা দাঁত খোঁচাই আর বদনা লইয়া টয়লেট কইরা আসি। কিছু মনে করবেন না, জিনিস দুইডাতো আবার দুই নম্বর না?ঐ বুকাননের বাচ্চার লাইগা এহন সবকিছুতেই সন্দেহ হয়!! কেন যে অরে লইয়া ব্যবসায় নামছিলাম! অহন সারাদিন লেবার লাহান হা কইরা থাকবার হয়! এহন আর কেউ কোনো টাকা পয়সাও দিতে চায়না। আপনেরা কইলেন দুই টাকা দিবেন তাই আইলাম. . . দিবেন তো? খান সাহেব, কাঁদবেন না, কাঁদবেন না, অবশ্যই অবশ্যই দিবে।

সামহ্যোয়ারইন ব্লগ যখন বলেছে অবশ্যই দিবে। এটা নিয়ে আপনি ভাববেন না। খান সাহেব পুরুস্কার নিয়ে নাক কুচকে মুখ হা করে চলে যাচ্ছেন। যাওয়ার সময় বাবালু ধৌলার সামনে দাড়িয়ে বললেন, ”আপনি দেখতে অনেক সুন্দর, এক্কেবারে আমার বউয়ের লাহান. . . . ঠাস্ ঠাস্ দুইটা শব্দ শোনাগেলো মাত্র”। দুইটা চড়ে আমাদের খা সাহেবের মুখের হা এর আকারটার সামান্য একটু উন্নতি হয়েছে।

সব ব্লগাররা মনে হয় কিং সাহেবের খারাপ অবস্থার জন্যএকটু ব্যথিত হয়েছেন। তাই কিছুক্ষন সবাই চুপ ছিলেন। হঠাৎ জাফরউল্লাহ শারাফাত চিৎকার করে উঠলেন এবং বললেন এখন ব্লগের এই খেলার উদ্বোধন ঘোষনা করতে আসছেন আমাদের গর্ব আমাদের অহংকার, আমাদের সবার প্রিয় খেলোয়ার মাশরাফি বিন মর্তুজা। কেউ কিছু বোঝার আগেই তিনি এসে খেলার উদ্বোধন ঘোষনা করে ফেললেন। আমাদের প্রধান অতিথি মাশরাফি বিন মর্তুজাকে নিজ-আসনে নিয়ে যাওয়া হয়েছে এবং কিং খান সাহেব কে মাশরাফির পায়ের সামনে পিঁড়ি পেতে বসানো হয়েছেন।

কিং খান সাহেব এখনো হা করে আছেন. . . কিং সাহেবের অসুস্থতার ব্যাপারে জানতে Click This Link ************************************** ************************************** সামান্য একটু গোলোযোগ হয়েছে, তাই আজকের খেলাটা আজ রাত ১১ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এজন্য আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি. . .

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.