আমাদের কথা খুঁজে নিন

   

চক্র



আর জনমে কি মানুষ হবো? এ জনম ধূলোওড়া মেঘের শব তামুক-চুল্লির কড়িপোড়া যপ হায়! এক ফোটা প্রজাপতি দিন ছিলো এক ফোটা জোনাকী রাত ছিলো আর ছিলো ঘাঁই দেয়া ঘড়ি-ভোর আর কত পান হবে বাতাস-আগুন তন্দ্রায় বিবশ হবো হৃৎশব্দে মাটির শয়ান ছেড়ে উঠবো কী আর! হয়তোবা না.. জানি- গতরাতে পরেছি প্রপিতামহের কাফন! মৃতগন্ধময় আমি সুযোগ পেলে গন্ধম খাবো যদি আর জনমে মানুষ হওয়া যায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।