আমাদের কথা খুঁজে নিন

   

death



একদিন চলে যাব, আমাকে ছেড়ে,দেহকে ছেড়ে, থেকে যাবে অস্থিমজ্জা,গলিত মস্তিস্ক, থেকে যাবে অভিমান,ব্যাথ হবে গঙ্গাস্নান, আমারই ব্রত্তে কেন্দ্র আমি,পরিধিও আমি, নিজে থেকে থাকি সমদুরে। রাগ,খোভ,অহমিকা,অভিমান দিয়েছে আমায় একাকিত্ততা, রেখে গেছে আমারি হ্রিদয়ে এক রাশ বিষন্নতা, যায়নি সাথে প্রিয়জন,হ্রিদয়ের কোন কোণে থাকা প্রিয় কেউ, আনন্দ দিয়েছিলাম খনিকের যারে, জানে কি সে খবর আমারি মরনের? আজ চললাম তবে একা, সাথে আমার একটা ঝুলি, ও ঝুলিতে আছে কিছু অভিমান,আর কিছু সুন্দর অতীত। হে প্রিয়া! আসো যদি আমার শবযাত্রায়, ছুয়ো নাকো আমায়,প্রারথনা কর তবে, বিধাতা যেন মুক্তি দেয় আমায় মরনের তরে। আরজ করলাম মরার খনে, মাটী দিতে যেও সবাই এই গুমসানো গরমে, কবরের চারিপাশে লাগিও দশটী বেলি ফুলের চারা, ইংরাজিতে তারি নাম হয় দশটি বরণমালা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।