আমার টেবিলে বহু পিঁপড়ে আর পতঙ্গের ভিড়
টেবিলল্যাম্পের পায়ে জমে আছে মাকড় শার জাল
টেবিলক্লথের বুকে কালো হয়ে অবসন্ন কাল
শুয়ে আছে, যেন ছন্নছাড়া, তার নেই কোনো নীড়।
এ-টেবিলে জন্ম হবে সাদা দেহ বহু কবিতার
কাগজের উল্টোপিঠে ফুটে উঠবে সে-কবিতা সার
এ-টেবিল নিয়ে লিখছি এমন সময়ে
যখন কবিতা-দেহ কৃশকায়, অজানিত রোগে গেছে ক্ষয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।