আমাদের কথা খুঁজে নিন

   

আইসিএল গ্রুপের ৩ পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ

আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল গ্রুপ) ৩ পরিচালককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল সোয়া ১০টা থেকে আইসিএল গ্রুপের পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, শেখ আহমেদ ও এস এম মোর্শেদ জুয়েলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চলবে বিকাল পর্যন্ত। উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন জিজ্ঞসাবাদ পরিচালনা করছেন।

জানা যায়,  ২০ হাজার গ্রাহকদের কাছ থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় এ জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যায়।

আগামীকাল বুধবার জিজ্ঞাসাবাদ করা হবে গ্রুপের অপর ৪ পরিচালক মোঃ সাইফুজ্জামান মার্শাল, মোঃ আনিসুর রহমান বাবু, মোঃ আবুল হাসেম এবং পরিচালক এ টি এম খোরশেদ আলমকে।

দুদক সূত্র জানায়, ১১ বছর ধরে আইসিএল গ্রুপের সহযোগী এ প্রতিষ্ঠান (সমবায় সমিতি)  প্রায় ২০ হাজার গ্রাহকদের কাছ থেকে লাখে প্রতি মাসে আড়াই হাজার টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে  হাজার কোটি হাতিয়ে নেয়।

দুদকের উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে অনুসন্ধানী টিমের অন্য সদস্যরা হলেন- উপ-পরিচালক মোঃ রওশন আলম, মোঃ ফেরদৌস সেরনিয়াবাদ, সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এবং উপ-সহকারী পরিচালক আফরোজা হক খান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.