আমাদের কথা খুঁজে নিন

   

আইসিএল বিতর্ক: আমার ব্যাক্তিগত মতামত

সাধারণ মানুষ

ধরুন, আপনি একটা কলেজে প্রভাষক হিসেবে কর্মরত, আপনি জানেন ভবিষ্যতে আপনি প্রফেসর হবেন। আপনি পুলিশের সাব-ইন্সপেক্টর, আপনি জানেন ভবিষ্যতে আপনি ওসি হবেন। আপনি একজন বিসিএস ক্যাডার, আপনি জানেন ভবিষ্যতে আপনি সেক্রেটারিয়েটে বসবেন। আপনি ব্যাবসা করছেন, আপনি জানেন ভবিষ্যতেও আপনি ব্যাবসা করতে পারবেন। আপনি একটা প্রাইভেট ফার্মে একাউন্টস অফিসার, আপনি জানেন ভবিষ্যতে আপনি একাউন্টস ম্যানেজার হবেন; এই ফার্মে না হলেও অন্য আরেকটা কোম্পানিতে।

আপনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলছেন, আপনি জানেন ভবিষ্যতে আপনি কি হবেন? আমি দেশকে ভালবাসি, কিন্তু তার মানে এই না যে আমি বিসিবির নির্বাচক কমিটির সব সিদ্ধান্তকে সমর্থন করি। যখন তখন যাকে ইচ্ছা দলে নেয়া আর বের করে দেয়া ঠিক বলে আমি মনে করি না। অবসরের পর জাতীয় খেলেয়াড়দের পুনর্বাসনের কি ব্যবস্থা আছে তা আমি জানিনা। অনেকে হয়ত বলবেন যে, অনেকেই কিন্তু অবসর নিয়েও খেলধুলার সাথে জড়িত থেকেছেন, তারা তো ভালই আছেন। হ্যা, তা ঠিক, কিন্তু শতকরা কতজন খেলেয়াড়ের পক্ষে তা সম্ভব হয়েছে হিসেব করে দেখুন।

ভবিষ্যতে এদের কে খাওয়াবে? এদের ছেলেমেয়েদের পড়াশোনা, বিয়ের খরচ তো আমরা দেব না। হয়ত ভবিষ্যতে কোন একদিন হানিফ সংকেত ক্যামেরা নিয়ে আপনার বাড়িতে উপস্থিত হয়ে দর্শকদের বলবেন, দর্শকমন্ডলী এক সময়ের জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার ***** আজ বিনা চিকিৎসায় শয্যাশায়ী। তার বড় ছেলের সামান্য বেতনে তার সংসার চলছে। চিকিৎসকরা বলেছেন, ছোট একটা অপারেশন তাকে সুস্থ্যতা ফিরিয়ে দিতে পারে। কিন্তু তার জন্য প্রয়েজনীয় টাকাটাও যোগাড় করা তার পক্ষে সম্ভব নয়।

এসময় টিভি পর্দায় দেখানো হবে একটা জীর্ণ শোকেসে সাজানো কিছু পুরষ্কার। আমি চাইনা এমন দিন করো জীবনে আসুক। [এটা আমার ব্যাক্তিগত মতামত। অনেকেরই ভিন্ন মত আছে। আমি তাদের ও তাদের মতামতের প্রতিও শ্রদ্ধাশীল]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.