তরুন নাবিকদের প্রশিক্ষন চলেছ। ক্যাপ্টেন এক নাবিককে ডেকে বললেন আসো তোমার একটু পরিক্ষা হয়ে যাক। তরুন নাকিব উত্তর দিল অবশ্যই স্যার।
ক্যাপ্টেন : মনে কর তুমি সাগরে চলছ, হটাৎ বিশাল এক সামুদ্রিক ঝড় এল তুমি কি করবে ?
নাবিক : আমি একটি নোঙ্গর ফেলব স্যার।
ক্যাপ্টেন : যদি তখন আরো একটি ঝড় আসে ?
নাবিক : আমি ২য় নোঙ্গর ফেলব স্যার।
ক্যাপ্টেন : যদি আরোও একটি ঝড় আসে ?
নাবিক : আমি আরো একটি নোঙ্গর ফেলব স্যার।
ক্যাপ্টেন : থামো তুমি এত নোঙ্গর কোথায় পাবে ?
নাবিক : কেন স্যার আপনি এত ঝড় যেখান থেকে পাচ্ছেন, আমিও সেখান থেকে নোঙ্গর পাবো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।