আমাদের কথা খুঁজে নিন

   

মিলিটারী জুক্স - ১ : এরিয়া ৫১


আপনারা সবাই "এরিয়া ৫১" এর নাম শুনে থাকবেন। যারা শুনেননি তাদের জন্য বলছি, "এরিয়া-৫১" হলো বিশ্বের সর্বাধিক সুরক্ষিত আল্ট্রা হাই-সিকিউরড বেস। এটি নেভাদায় অবস্থিত। এক রাতে বিমান বাহিনীর নিরাপত্তারা কর্মীরা অবাক বিশ্ময়ে দেখলো একটি সেসনা বিমান এরিয়া-৫১ এ অবতরন করছে। তারা সাথে সাথে সেই বিমানটির নিয়ন্ত্রন নিয়ে তার এক মাত্র আরোহী বিমানের পাইলটকে গ্রেফতার করলো এবং তাকে জিঞ্জাসাবাদের জন্য নিয়ে যাওয়া হল।

পাইলটের বক্তব্য হল এই, সে ভেগাস থেকে উড়ে আসছিল পথ হারিয়ে সে এদিকে এসে পড়ে তার ফুয়েল ও শেষ হয়ে আসছিল এই বেসটি দেখতে পেয়ে এখানে অবতরন করেছে। তারপরও বিমান বাহিনীর লোকজন আশ্বস্থ হতে পারছিলো না লোকটির কথায়। তারা লোকটির সকল কথার সত্যতা যাচাই করার এফবিআই এর মাধ্যমে সারারাত তদন্ত করালো আসলেই লোকটি লোকটি গুপ্তচর কিনা। পরের দিন সকল তদন্ত শেষে তারা নিশ্চিত হলো আসলেই লোকটি পথ হারিয়ে এদিকে এসেছে, কোন গুপ্তচর নয়। তারা তাকে পর্যাপ্ত ফুয়েল দিয়ে বললো " তুমি এই বেস কখনো দেখ নাই, আর যদি কাউকে বল এই বেস এর কথা তাহলে আজীবন জেলে পঁচে মরতে হবে।

" এবং ভেগাস যাওয়ার সঠিক পথটি দেখিয়ে দিয়ে সে পথে যেতে বলল। এক দিন পর একই সেসনা বিমান আবারো এরিয়া-৫১ এ অবতরন করল, যথারীতি এমপিরা সেটিকে ঘিরে ফেলল। এই সময় বিমানে দুই জন আরোহী দেখা গেল। বিমানের পাইলট লাফ দিয়ে মাটিতে নেমে বলল " আমাকে নিয়ে যা ইচ্ছা কর, কিন্তু আমার স্ত্রী বিমানে আছে তোমরা একটু দয়া করে ওকে বল গত রাতে আমি কোথায় ছিলাম। "
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.