আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: সুন্দরবন: ১৯৯৪ ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

গলুইয়ে মাছের গন্ধ; মেঘলা একটি দিন। মাছের গন্ধমাখা গলুইয়ের ওপর শহর ছাড়িয়ে গেলে যতটা জলজ আর অর্ধ-নগ্ন থাকা যায় - সেরকম উবু হয়ে ছিলাম। মেঘলা দিনের বিমর্ষ আলোয় আমারে প্রণতি জানায় শিবসার হাসিখুশি শুশুক। নদীর দু’পাড়ে- গেওয়া-গরান-ওড়া ও ধুন্দুল; তাহাদের পাতার ওপর বৃষ্টির ঝিরঝির ঝিরঝির শব্দ- শ্রাবণের শেষ জলধারা... গোলপাতার নীচে ভিজছিল নিঃস্ব মউয়াল; তাহাদের ভয়ডর নাই? চকিতে সরে যায় তুখোর বাগডাস! রায়মঙ্গল থেকে উঠে আসা মিশমিশে কালো মাঝি ভাতের হাঁড়ি চাপিয়েছে নৌকায় ছৈয়ের নীচে। কাল রাতে সে বলেছিল পচাব্দী গাজীর উপাখ্যান। আমারও স্বপ্নে তারপর যথারীতি এসেছিল হলুদ একটি বাঘ রাজগোখরাও মিশেছিল ডালে! পরদিন সকালে আমি উবু হয়ে ছিলাম শিবসার গূঢ়তম জলের ওপরে। কতকাল আগে যেন... গলুইয়ে মাছের গন্ধ; মেঘলা একটি দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.