আমাদের কথা খুঁজে নিন

   

মুহাম্মদের কার্টুনিস্ট যে জীবিত আছেন তাহা কেবল তিনি মরিয়া প্রমাণ করিতে পারেন

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ইসলামের কথা শুনলেই আমার আলা জিভ বের হয়ে আসে। শান্তি অনুভব করি। সর্বত্র বিরাজিত শান্তি - ধনুকভাঙা পনের মত উত্থিত নরম মাংশের শান্তি, পর্দার ভেতরে পর্দা ছেড়ার দহনের মত উত্তেজনাকর শান্তি। প্রবক্তার মৃত্যুপূর্বকালিন রতিস্খলনের টাল না সামলানো অতিরিক্ত বয়সের শান্তির মধ্যে আমি উত্তেজনা দেখি - আহা টগবগে তরুনীর বাহুলগ্না, এমন মৃত্যু সুশোভিত বেহেস্তি, স্যালিভাতে মাখামাখি! তার দৃশ্য এঁকে কার্টুনিস্ট ফাঁদে পড়ে - আসমানী গজবের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে অনুসারীরা। আর জমিনে রয়েছেন ভ্রাতৃসংঘ। আসমানী গজব না নামিলেও এইসকল শান্তিবাজরা দুনিয়াবী গজব নামাতে সক্ষম। কিন্তু অবস্থা দৃষ্টে মুহাম্মদের ছবি আঁকা কাটুর্নিস্ট তো মরিয়া ভুত হইয়াছে। এবার তাহারা নিজেরা না মরিয়া কোনভাবেই প্রমাণ করিতে পারিবেন না যে তাহারা জীবিত - মুহাম্মদ ভক্তদের প্রমান দিয়া নিশ্চিত করুন ওহে কার্টুনিস্টবৃন্দ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.