আমাদের কথা খুঁজে নিন

   

সালাহউদ্দিন মুহাম্মদের বিরুদ্ধে কেন আন্দোলন

ইসু্যভিত্তিক আন্দোলন

সালাহউদ্দিন মুহম্মদ সুমনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য আমি ব্লগে যে আহবান জানিয়েছিলাম তাতে অনেকের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই জানতে চেয়েছেন কেন এই আন্দোলন। আমিও অপেক্ষা করছিলাম আপনাদের সাড়া কেমন হয় আন্দোলনের জন্য। কেননা রাজনৈতিক দলগুলো আন্দোলনের নামে যে ভাংচুর চালায় এই আন্দোলন টা তেমন নয়। আসলে এটা মানবিকতার আন্দোলন।

সেদিন দুপুরে অফিসে বসে কাজ করছি। দুপুর তখন প্রায় সাড়ে 2 টা। কিছু খাওয়া হয়নি। অফিসের ছেলেটাও বাসায় গেছে দুপুরের খাবার খেতে। আমি অফিসে বসে আছি না খেয়ে।

এমন সময় ব। রগার সুমন তিনটা পুড়ি ও হালুয়া নিয়ে এলো আমার অফিসে। কিন্তু খাওয়ার জন্য আমাকে কোন কথাই বললো না। আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম তার খাওয়া। একজন অভুক্ত মানুষের পক্ষে এই খাওয়ার দৃশ্য দেখা কি করে সম্ভব? তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, দুপুরে একজন ক্ষুধার্থ মানুষের সামনে নিজে খেয়ে সুমন যে অপরাধ করেছে তা অবশ্যই অমানবিক।

তাই সালাহউদ্দিন মুহাম্মদের বিরুদ্ধে আমার এই আন্দোলনে ডাক। আসুন সবাই শরীক হই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.