I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.
আজকে সারাদিন টা কেবল গুনগুন করে কাটালাম। বৃষ্টি আজ হতাশ করেনি। ঝিরি-ঝিরি মিঠে হাওয়ার এমন প্রেমে পড়ে গিয়েছি যে ঘুমাতে ইচ্ছে হচ্ছেনা। ভয় হচ্ছে যদি ঘুম ভেঙ্গে দেখি কড়কড়ে রোদ!!
মন ভালো, বাচ্চাদের তাই পূর্ণ স্বাধীনতা দিলাম ঘর এলোমেলো করার, যা-ইচ্ছে তা-ই করার। ওদের সাথে বারান্দায় দাঁড়িয়ে গায়ে বৃষ্টির ছাঁট লাগিয়ে কাগজের প্লেন বানিয়ে উড়ালাম...দুপুরে খিচুড়ি-বেগুনভাজা, বিকেলে মুড়িভাজা/ফ্রেন্চ-ফ্রাই, রাতে নুড্ল্স...বাচ্চারা ভাত খেতে চায়না, আজ ওদের ইচ্ছায় কাটুক দিন...
এখন সারাঘর গুছিয়ে মনে হলো বসি, একটু লিখি যা মন চায়। বহুদিন জানালা দিয়ে এমন ঠান্ডা বাতাস আসেনি...বৃষ্টি সেলিব্রেট করার জন্য হলেও লিখা উচিত কিছু একটা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।