I want rapid changes in our country and a good democratic government.
আধুনিক গণতন্ত্র (Modern Democracy) সম্পর্কে নানা মত থাকতেই পারে। যারা গণতন্ত্রের ফেরি করে বেড়ান একমাত্র তারাই গণতন্ত্রকে সংজ্ঞায়িত করার ক্ষমতা সংরক্ষণ করেন। BBC, VOA কিংবা Aljazeera যে সংবাদ মাধ্যমটিই আপনার কাছে বেশি গ্রহণযোগ্য হোক না কেন কোন সংবাদ মাধ্যমই গণতন্ত্রের সংজ্ঞা দিতে চাইবে না।
জাতিসংঘ আয়োজিত বর্ণবাদী সম্মেলনে ইরানের প্রেসিডেন্টের বক্তব্য শুনে জাতিসংঘের মত একটি প্রতিষ্ঠানে গণতন্ত্র চর্চার ব্যাপারটা অনেকটা সুস্পষ্ট হয়ে গেল। সত্যিকার অর্থে যদি ভেটো ক্ষমতা প্রয়োগরে নিয়মটিই থেকে যায় তাহলে নামমাত্র গণতন্ত্র চর্চা না করাই উত্তম।
বর্তমান অবস্থার সাথে রাশিয়ার সমাজতন্ত্রের পার্থক্য এটুকুই যে আগে মানুষ হত্যা করা হত অবৈধভাবে, এখন করা হয় বৈধভাবে। গণতন্ত্র এখন সহজেই মানুষ হত্যার লাইসেন্স দিচ্ছে। জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত কত লক্ষ শিশু খাদ্যাভাবে মারা গেছে তা ভাবতে গেলে আমরা হয়ত (!) শিউরে উঠি। আফ্রিকার অর্থনৈতিক মন্দা ও এইডস সমস্যা হয়ত আমাদের ভাবায়। হাজার হাজার নিরপরাধ মানুষ শুধুমাত্র গণতন্ত্রের চর্চাকারীদের কবলে পড়ে জীবন হারাচ্ছে প্যালেস্টাইনে, ইরাকে, আফগানিস্তানে।
বলতে চাইনা বাংলাদেশের গণতন্ত্রের কথা। আহমেদিনেজাদের মত সত্য বলা কি আমাদের উচিত হবে যেখানে দাদাবাবুদের সাথে পানি নিয়ে দরকষাকষি এবং দিন বদলের প্রতিশ্রুতি দিয়ে মানুষ হত্যার লাইসেন্স দেয়া হয়। হায় গণতন্ত্র ............ হায় সত্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।