আমাদের কথা খুঁজে নিন

   

সামু দাবা Fight পর্ব-৪

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

27 Apr 2009 যুথি বিবি বনাম সাদী সাহেব খেলা বিশ্লেষণ আমার দৃষ্টিতে: নুসরাত বিবির c4 চালের বিনিময়ে থাকা d5 সৈন্য দিয়ে কেন সাদী সাহেব নুসরাত বিবির সৈন্য খেলেন না । কোন যুক্তির কারণে? >> এতে তো সুবিধা বৈ অসুবিধা হওয়ার কথা না । খান সাদী সাহেব এর কেসলিং টা আগেই করা উচিত ছিল, তবে পড়ে করলেও সুবিধা পাওয়া যায় । আগে করলে ভাল একটু দূর্গ তৈরী করা যায় আর পরে করলে শত্রুর আক্রমণ ভুন্ডল করা যায় এতে শত্রুর অনেক চাল নষ্ট হয় কারণ শত্রুকে তখন ভিন্ন দিক দিয়ে পুনরায় আক্রমণ রচনা করতে হয় যা সময় সাপেক্ষ । 10. b5 চালেই নুসরাত বিবি খান সাদী সাহেব এর দূর্গে হানা দেয়।

আমার দৃষ্টিতে বড় একটি পদক্ষেপ । আর আসন্ন বিপদ বুঝতে পেরে সাদী সাহেব কেসলিং করতে দেরী করেন নি । যাতে যুথি বিবি নতুন আক্রমণ সূচনায় বাধ্য হন । কিন্তু ১২ নম্বর চালে প্রথমে না খাওয়া সৈন্যটি ঘুরে ফিরেই হজম করেন সাদী সাহেব । কেন? আনুমানিক উত্তর: ঘোড়াটা ১৩ নম্বর চালে Ne4 ঘরে রাখার জন্য অথবা নতুন আক্রমন রচনার জন্য না হয় যুথি বিবিকে একটু ঘোড়ানোর জন্য ।

এর জবাব সাদী সাহেবই ভাল দিতে পারবেন । ১৬ নম্বর চালেই যুথি বিবি আবার আক্রমণে আসেন কারণ ইতি মধ্যেই খান সাহেব এর ঘোড়া গুলি পিছপা হয় । আর এই চালেই খান সাহেব Nxc4 গিয়ে যুথি বিবির হাতি হজম করেন । কেন ? ঘোড়া গুরুত্বপূর্ণ না হাতি না নৌকা । আমার মতে নৌকা তারপর ঘোড়া শেষে হাতি ।

সুতরাং এই অ-স-ম আক্রমনে হাতি হজম করে খান সাহেব এর কি লাভ হল? ১৭ চালেই তো হাতি দিয়ে নৌকা হজম করলেন যুথি বিবি । ১৮ চালে যুথি বিবি পিছনের ঘোড়া মন্ত্রী দিয়ে না খেয়ে সামনের ঘোড়া দিয়ে ঘোড়া কোন যুক্তিতে হজম করলেন? যদি তিনি পিছনের ঘোড়া খেতেন তা হলে সামনের ঘোড়া খাওয়া হত না । ২০ চালেই যুথি বিবির ভুল চালে সাদী সাহেব প্রথম আক্রমণ রচনায় আসেন । কারণ এতে সাহেবের ৫ টি ঘুটি বনাম ৪টি গুরুত্বপূর্ণ ছিল । সুতরাং তিনি ছিলেন এগিয়ে এই দিকে ।

কিন্ত এরই মধ্যেই বিবি কেসলিং করে দুইটি নৌকাকে সুসংহত করেন । যা খেলার আরেকটা মোড় । ২৩ চালে ঘোড়া দিয়ে রাজা চেক দেওয়া খান সাহেবর উচিত হয় নি । কারণ এতে তিনি ঘোড়াটা হারান । ২৬ চালে মন্ত্রীর বিনিময়ে যুথি বিবি নিশ্চিত পরাজয়কে রুখে দাড়ান ।

তবুও আপাতত দৃষ্টিতে খান সাহেব অনেকটা এগিয়ে গিয়েছেন । ৩ শক্তি বনাম ২ শক্তির কারণে । দুই হাতির জায়গায় যদি একটা হাতি আর একটা ঘোড়া থাকত তাহলে হয়ত । কিছু চিন্তা করা যেত । ৪৬ এবং ৪৭ চালে দুইজনই খুব সুন্দর ভাবে মন্ত্রীকে উঠাতে সক্ষম হন ।

সুতরাং জয় এর ধাপ সাদী সাহেব এর উপর উঠে আসে । কিন্তু চিন্তা করেন নি যে, প্রতিপক্ষের মন্ত্রী যদি জায়গা থেকে নড়ে যাওয়ার সুযোগ পায় তাহলে এই ম্যাচ হাতছাড়া হয়ে উঠতে পারে । কারণ যুথি বিবি তখন মাইনকা চিপায় ছিলেন । আর বাকি চাল গুলি অনেকটা অপ্রয়োজনীয় বিশ্লেষণ কারণ সৈন্য নৌকা আর রাজা দিয়ে খেলা জেতার এক সম্ভাবনা আছে, কিন্তু হাতি দিয়ে একেবারেই নয় । হাতির সাথে কমপক্ষে আরও একটা শক্তি থাকা উচিত ।

আর যুথি বিবি যখন উপায় পায় না, কিছু করার তখনই আল কায়েদা হয়ে যায় অথার্ত আত্নঘাতী । এই ব্যাপারটা পূর্বেই অনেক বার বলেছি সাদী সাহেব মনে হয় খেয়াল করে নাই । যাই হোক, সম্ফূর্ণ খেলার অনেক ভাগ নিয়ন্ত্রণ করেছে যুথি বিবি কিন্তু প্রতিপক্ষের রাজাকে করআয়ত্ত করতে না পারায় আল কায়েদা হয়, আর সেই সুবাদে সাদী সাহেব একটা সুবর্ণ সুযোগ পান যা হাতে রাখতে পারেন নি । শানে নযূল: ভাল খেলেও খারাপ(আল কায়েদা হবার কারণে) খেলেছেন যুথি বিবি আর খান সাহেব খারাপ খেলেও ভাল খেলেছেন (পাল্টা ধাওয়া করার জন্য) । আমার মতে: সাদী সাহেবরই ম্যাচটা জয় করা উচিত ছিল ।

------------------- Click This Link 1. d4 d5 2. c4 Nf6 3. Nc3 c6 4. Nf3 Na6 5. e3 g6 6. Bd3 Bg7 7. a3 e6 8. b4 b6 9. Qa4 Qd7 10. b5 cxb5 11. Nxb5 O-O 12. Qb3 dxc4 13. Bxc4 Ne4 14. a4 Nc7 15. Qd3 Nd6 16. Ba3 Nxc4 17. Bxf8 Bxf8 18. Nxc7 Qxc7 19. O-O Ba6 20. Rfc1 Bd6 21. g3 Qb7 22. Nd2 Ne5 23. Qb3 Nf3+ 24. Nxf3 Qxf3 25. Qd1 Bb7 26. Qxf3 Bxf3 27. Rc3 Bb4 28. Rc4 a5 29. Rac1 Kg7 30. Rc7 Ba3 31. R1c3 Bb4 32. Rc1 Rb8 33. Rc8 Rb7 34. R8c7 Ba3 35. Rxb7 Bxb7 36. Rc7 Bf3 37. Rc8 Bd6 38. Rd8 Bb4 39. Rb8 Bd1 40. Rxb6 Bxa4 41. Kf1 Bd1 42. f4 Bd2 43. e4 a4 44. d5 a3 45. d6 a2 46. d7 a1=Q 47. d8=Q Bg4+ 48. Kg2 Qd1 49. Qd4+ Kh6 50. Qd3 Qe2+ 51. Qxe2 Bxe2 52. Rb2 Bd3 53. Rxd2 Bxe4+ 54. Kf2 f5 55. Ke3 Kh5 56. h4 Kg4 57. Kf2 h5 58. Rd8 g5 59. Rg8 Kh3 60. Rxg5 Kh2 61. Rxh5 Kh3 62. Rg5 Bc6 63. h5 Be8 64. h6 Bh5 65. Rxh5+ Kg4 66. Rg5+ Kh3 67. Kf3 Kh2 68. Rh5+ Kg1 69. h7 Kf1 70. Rh1#

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.