একলা হতে চাইছে আকাশ মেঘগুলোকে সরিয়ে দিয়ে ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে...
[সিরিয়াস পোস্টের মইদ্যে একখান ফালতু কিন্তু শিক্ষনীয় পোস্ট]
তর্মুজের দোকানে সবসময়ই একখান রক্তবর্ণের তর্মুজ কাটা থাকে। মাগার তর্মুজ কিন্যা বাসায় আননের পর দেহি তর্মুজের ভির্তে কোন হিমোগ্লবিনই নাইক্কা। পাত্রী দেহনের সময় এক মাইয়্যা, বিয়ার পর আরেক মাইয়্যা, এইরাম অবস্থা।
বোলোগে এত পন্ডিত, আস্টিক, নাস্টিক, ইন-জিনিয়ার, ডাক্তর..... একখান বুদ্দি দ্যানতো..... তরমুজ কাটলেই য্যান মুন্যয় পূর্ব দিগন্তে, সূর্য উঠেছে, তর্মুজ লাল, তর্মুজ লাল.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।