আমাদের কথা খুঁজে নিন

   

বায়বীয় জলকীট



জোঁক আর জোকের মাঝে পার্থক্য আছে। একটা রক্ত শুষে নেয় ,আর অন্যটা হাসায়। আমরাও হেসে যাই বায়বীয় জলকীটদের লম্পঝম্প দেখে। কিছুটা করুণা আর কিছুটা কৃত্রিমতা দিয়ে ঢেকে দিই কিছু ছবি। না দেখলেও পারি, তবু চোখ আছে বলে তাকাতে হয়। তাকানো টা ও একধরনের ব্যায়ামবিদ্যা। খোলা আকাশের বুক থেকে নীল কিংবা অরণ্যের ঘনত্ব থেকে সবুজ ধার নিয়ে , ঋণ বাড়াবার আনন্দে মেঘ ও ভাসতে থাকে ....শূন্যে ভর করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।