আমাদের কথা খুঁজে নিন

   

বায়বীয় কথাবার্তা -১- মশারা বিসর্জন করে যায় মুত্র

যে মুখ নিয়ত পালায়......। । বায়বীয় কথাবার্তা মানে হালকা কথা। ভেতরে কিছুই নাই। খালি বাতাস আর বাতাস।

#১ মশা নিয়ে একটা ফান ফ্যাক্ট হল মশা আপনার উপর বসে শুধু রক্ত খায় না। মুতেও যায়। [১] পাকস্থলিতে জায়গা খালি করতেই নাকী এই দুষ্কর্ম করে থাকে মশারা। অকৃতজ্ঞ মশা। মানুষের মত।

বাইবেলে নাকী আছে একবার যিশু সাতজন অন্ধ রে ভালো করেছিলেন। তিনি পিছন ফিরতেই চলে যায় ছয়জন। খুশিতে। দেখতে পাচ্ছে এটা সবাইকে জানাতে হবে না! শুধু একজন রয়েছিল। সেই যিশুরে ধন্যবাদ দিল।

মশা মানুষের সাথে মানুষের মতই আচরন করে। #২ পৃথিবীতে নাকী ১২- ২৭ মিলিয়ন লোক এখনো দাস হিসেবে আছে। ১ মিলিয়ন = ১০০০,০০০। এরা মনেহয় সরাসরি দাস। দাস বিষয়ে লেনিনের একটা কথা আছে- দাস তিন ধরনের।

এক ধরনের দাস এটা অনুভব করতে পারে না। আরেক ধরনের দাস শৃংখল কে সাদরে গ্রহণ করে। এবং তৃতীয় প্রকারের দাস তারাই যারা দাসত্বের বিরুদ্ধে সংগ্রাম করে। এই কথা অনুসারে হিসাব করলে সংখ্যাটা হবে বিরাট। বিরাট সংখ্যায় না যাই।

আমরা তো স্বাধীন। আহমদ শরীফের এর স্বাক্ষাতকারের বই আলাপচারী আহমদ শরীফ পড়ছি। সেখানে তিনি একটা কথা বলেছেন, তৃতীয় বিশ্বের যে সার্বভৌমত্ব সেটা নিতান্ত একটা কথার কথা- ঠুনকো ব্যাপার। ঐ যে স্বাধীন ত্রিপুরা রাজ্যের মতো। মহারাজ শ্রী শ্রী শ্রীল শ্রীযুক্ত - এগুলো কথার কথা সব যেমন, ঠিক আমাদের তৃতীয় বিশ্বের স্বাধীনতাও সেরকম।

আমাদের স্বাধীনতাই বা কি, সার্বভৌমত্ব ই বা কি![২] #৩ ইগুয়ানা আত্নহত্যা করতে পারে। এরা নাকী আত্নহত্যাও করে। আবার হাতি মৃত্যুর পর ও নাকী দাঁড়িয়ে থাকতে পারে। #৪ শামুক ঘুমাতে পারে প্রায় তিন বছর একটানা। আর হাতি ঘুমায় মাত্র দিনে দুই ঘন্টা! #৫ অধিকাংশ হাতির ওজন সামুদ্রিক নীল তিমির জিহবার ওজনের চেয়ে কম।

নীলাঞ্জনা...... #৬ গোল্ড ফিশের স্মৃতি শক্তি বড়জোর তিনমাসের মত। এদের সাথে আমাদের মিল অনেক। আমাদের এখানে কিছুদিন পর পর ইস্যু আাসে। মাঠ গরম হয়। ব্লগ গরম হয়।

ফেসবুক ও। কিন্তু তিনমাস লাগে না, ২১ দিনেই মোটামোটি পুরো ব্যাপারটাই হাওয়া হয়ে যায়। [৩] অন্য বিষয় আসে, সেগুলো নিয়ে আবার শুরু হয়। তবে হোক, এগুলো খারাপ কিছু না। জাতি অবসর সময়ে প্রতিবাদ প্রতিরোধ করছে... হোক না একুশ দিনের স্মৃতি।

গোল্ড ফিশের স্মৃতি শক্তি নিয়ে এই কথা বেশী শোনা যায়। তবে সে একেবারে নির্গুণ না, তার একটা ভালো গুণ ও আছে। গোল্ড ফিশ ই একমাত্র প্রাণি যে আল্ট্রাভায়োলেট এবং ইনফ্রারেড দুই আলো ই দেখতে পারে। #৭ বিড়াল জীবনের ৬২% ঘুমিয়ে কাটায়। বিড়াল স্বপ্ন দেখে।

২/৩ মিনিট স্থায়ী স্বপ্ন। তার স্বপ্ন গুলো নাকী হয় শিকার ধরা বিষয়ে। সংযুক্তিঃ [১]View this link [২]http://rokomari.com/book/5866 [৩] গোল্ড ফিশ মেমোরি এবং আক্তারুজ্জামান আজাদের একটি স্ট্যাটাস । ############################### লেখার মূল কপি এখানে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।