আমাদের কথা খুঁজে নিন

   

বায়বীয় অনুষদ

সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে

বায়বীয় অনুষদ একটা মেঘ প্রায় নরম পালক হয়ে এলে আমি কেন্দ্রীভূত হই তার বিবিধ শব্দে মেতে। তুমি যেন মোম হও পাশে। মৃদু নিভে যাওয়ার ঠিক কিছু আগে। ভেজানো দরজায় রাত গভীরে নামে যত জুতো জোড়া তেমনিই পরে থাকে অবিকল ফ্লোরে। হাওয়ার অন্ধকারে আমি টের পাই এইসব।

আরো ভোরের কাছাকাছি কোন সবুজাভ এক বৃষ্টির পরে ঋতুভেদ হয় স্বপ্নের। ঘুমন্ত অবশেষে আমি পাখি হই খুব যখন রাতের হাওয়ারা মারা যায় একে একে। ------------------------------(পিঙ্ক ফ্লয়েডের "পিলো অব উন্ডস্‌" অবলম্বনে ) অফুরন্ত অবসরের সুবাদে আমি গান শুনি প্রচুর। সেই সূত্রেই ডেভিভ গিলমোর এবং তার পিঙ্ক ফ্লয়েডের প্রেমে পরা। যত্নবতী প্রেমিকার মতো চুলে বিলি কাটতে কাটতে কখন যে মাথার নিউরন অব্দি পৌঁছে গেছে ঘুনাক্ষরেও টের পাই নি।

ফলত: আমার এই সাইক্যাডেলিক আস্ফালন!!! ছবিসুত্র:"মেডল্" এর ডিস্কোগ্রাফি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।