Shafiq Aftab দেখতে দেখতে পুঞ্জিত হলো অভিজ্ঞতা জ্ঞানের পাত্র ভরলো অপেক্ষা করতে করতে দহনে পুড়ে গেলো হৃদয় চেয়ে চেয়ে থাকতে থাকতে বৃড়িয়ে গেলো আমার সবিতা। বাঁচার জন্য তবু প্রয়োজন ঘটিবাটি,পেয়ালা চাল-ডাল-তেল, আর জৈবিক বিক্রিয়ায় সুষম জারন ভালোবেসে তবু মানুষ পেতে ভালোবাসে জ্বালা যদিও জানে একদিন নিশ্চিত মরণ। মানুষকে ভালোবেসে পেয়েছি ভালোবাসা নামক বায়বীয় বাতাস আর পেয়েছি পশুদের স্বাভাবিক বৈশিষ্ট্যের আচরণ তুব দেখে শান্তি পাই- পৃথিবীর আকাশ, মানুষই তবু সৃষ্টির সেরাদের মধ্যে অন্যতম। দুচোভ ভরে দেখি তবু মানুষের মুখ এই মুখই সভ্যতা, মানবতা আর শয়তানি লোলুপ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।