যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
কবিতা পাঠের সবচেয়ে উৎকৃষ্ট সময় কোনটি ?? প্রচণ্ড গরমে অস্থির হয়ে বিছানায় এদিক ওদিক গড়াতে গড়াতে হাতের কাছে একটা বই পেয়ে তুলে নিয়ে দেখি সুনীলের কবিতা সমগ্রের একটা সংখ্যা । গরম থেকে বাচতে কিংবা অলস সময়টা কাটাতে কবিতা পাঠের চেষ্টায় যখন পৃষ্ঠা উল্টাচ্ছি তখনই প্রশ্নটা মাথায় এলো , কবিতা পাঠের সবচেয়ে উৎকৃষ্ঠ সময় কোনটি ?
সকাল দুপুর সন্ধ্য নাকি নিঝুম রাত ?? এমন ভাবতে ভাবতে গরম পেরিয়ে ঠাণ্ডা শীত গ্রীষ্ম শরত হেমন্ত পেরিয়ে বর্ষাকেই মনে হলো শ্রেয়তর সময় । কিন্তু সেই কাল পেরিয়ে প্রশ্ন এসে ঠেকল বয়সে...... বইয়ের পাতা উল্টাতে উল্টাতে দেখি বই গায়ে আমার একটা স্বাক্ষর আর সনটা লেখা... ঠিক বারো বছর আগের কোন একদিন বই কেনা হয়েছিল.... হ্যা বয়স । বয়স তো একটা গুরুত্বপূর্ণ বিষয় কবিতা পাঠের জন্য ।
পাঠক হিসেবে আমি কবিতারও ভালো পাঠক ছিলাম..... সেই কৈশোরের গণ্ডি পেরুতে না পেরুতেই জীবনানন্দরে প্রেমে হাবুডুবু কিংবা সেখান থেকে হেলাল হাফিজ, মহাদেব নির্মলেন্দু, শক্তি, সুনীল । আরো পরে এসে সুধীন্দ্র, প্রেমেন্দ্র, নীরেন্দ্র, অমিয় কিংবা শঙ্খ কিংবা হাল আমলের দাউদ, পূর্ণেন্দু, শহীদ কাদরী কত কবিই কত সময়ের জন্য শ্রেষ্ঠ কবি...
সেই সবদিন গুলোতে দেখি আজ সবই যৌবনের শুরুতেই, তবে কি কবিতা পাঠের বয়স সেটিই ??
অবশ্য ইদানিং তো কিছুই পড়া হয় না , না গদ্য না পদ্য ।
তবে কি পাঠের অভ্যাসটাও সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে ? ইদানিং সংবাদপত্রের সংবাদ কিংবা কলামের নামে দু-চারটা দলবাজীর সম্পাদ্য বড় জোড় কোন সাময়িকীর জ্ঞানদানকারী সমালোচনা... এই পাঠাভ্যাস ই কি গদ্য পদ্য পড়ার আগ্রহ নষ্ট করছে ??
কি জানি , হতে পারে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।