কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
দুই দিনের ছুটি শেষ হতে চলল বন্ধুর কোন খোজ নাই। ফোন দিলে বলে সে নাকি নেটওর্য়াকের বাইরে আছে। আজ দুপুরে দিলাম ফোন দিলাম বাজে তয় ধরে না, একটু পরে ওর কল পাইলাম । জিগাইলাম কোন গ্রহে আছছ। কয়বিলে মঙ্গল গ্রহে ।
আরে হালায় তুই মঙ্গলে গেলি আমারে না কইয়া এইডা কোন কথা। হেয় কয় আইয়া পড় টিকিট কাইটা। জিগাইলাম কোন এয়ারলাইনস আছে আমিরাট, কুয়েত। এয়ার ইটালিয়া কি আছে নি। কয় না নাই খালি আমেরিকান এয়ার আছে শুধু।
কি জ্বালা আমার এলাকায় কোন এজেন্ট নাই ঐ ডার। যাইটে হইবো শহরে। আমার হেলিকপ্টারে আবার তেল নাই। কি করি ওরে জিগাইলাম। কয় নো প্রোবলেম হারিকেনের তেল ঢাইলা দে।
হারিকেনেও তেল নাই। তাইলে পানি হালকা গরম খইরা কচু পাতার রস দিয়া টেরাই করে দেখ চলতে পারে।
টিকিট দিলাম আগষ্টের আর হালায় কয় হেয় নাকি আগষ্টে পৃথিবীতে বেড়াতে ্যাবে। ক দিহি হালায় কেমুন ডা লাগে। থাক গা ্যাবু নে ডিসেম্বরে।
অহন ক কি খাওাবি আইলে । কয় কি হালায় জানেন হাতি পোড়া হেরে আবার মঙ্গলের। আমি কইলাম না আমি পৃথিবীর ডা খামু। আমারে বুঝাইলো ঐহানকার হাতি টেল মুসলা মাইখা আগুনে গিয়া পুইরা সামনে আহে। ্যত পারো খাও,পেট ভেরলে হাতি চলে যায়।
এইবার জিগাইলাম ডিমের কি খবর ? পৃথিবীর ডিম কি পাওয়া যায়। যা কইলো মাথাতো খারাপ। মঙ্গলের ডিমই নাকি পৃথিবীর ডিম বইলা চালায়া দিতে ছে। কি অবস্থা একে্কে বাংলাদেশের লাহান।
এতো কথা বলার পর আমার বেক্কল বন্ধু বলে ও নাকি ওর মোবাইল থেকে ফোন দিছে আমার বাসার নাম্বারে।
হালার বেক্কল দেখছি এমন বেক্কল তো দেখি নাই। মঙ্গলে থাইকা ওর মাথা পুরা খারাপ হইছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।