আমাদের কথা খুঁজে নিন

   

তোমার ঘরে প্রদীপ আলো

কবিতার ছেলে।

তোমার ঘরে প্রদীপ আলো পৌছবে কেমন করে দরজাগুলো জানালাগুলো বন্ধ আছে পরে। সুর্যালো আর চন্দ্র রশ্মি উঁকি দিতে গিয়ে অবাক চোখে হয়তো ওরা থাকবে ঠায় দাঁড়িয়ে। হয়তো তুমি হাপিয়ে ওঠে ভেন্টিলেটর খুলো পবন তো নয় ঢোকে সেথায় আলোর রঙের ধুলো। স্বপ্নমাঝে দেখছো বুঝি কত্ত রঙ্গীন আলো সব আলোকে সঙ্গে নিয়ে মোনটা হচ্ছে কালো। ভাবছো তুমি কি আর আছে পুর্নিমার ঐ চাঁদের কাছে সুর্যি মামার হাসি কেন বাসে মানুষ ভালো। একদা এক রাত্রিবেলা জমবে না আর তোমার খেলা হয়তো সেদিন দুঃখ পেয়ে বলবে তুমি শেষে। যখন তোমার ঊনপাযুরের হাড়গুলো সব খসবে আধার দেশে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.