আমাদের কথা খুঁজে নিন

   

আমি বৃত্তে বন্দী

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

অন্যায় দেখলেও করিনা কোনো রব ছুটে যায় যদি সমর্থন সব; খারাপকে ভালো বলে ভালোকে নিন্দী, কারণ, আমি বৃত্তে বন্দী। চলতে পারিনা উম্মুক্ত মনে বজায় রাখতে হয় দালালদের সাথে সন্ধি; কারণ, আমি বৃত্তে বন্দী। এক কলমে ভালো লিখে অন্য কলমে করি লেজুড়বৃত্তির ফন্দি; কারণ, আমি বৃত্তে বন্দী। বিবেচনা ছাড়া-ই কলুষিতদের দুঃখে কান্দি কারণ, আমি বৃত্তে বন্দী। পারিনা অতিক্রম করতে শৃঙ্খলতার গণ্ডি কারণ, আমি বৃত্তে বন্দী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.