পরাজয়ের বৃত্তে আটকে গেছে দেশের দুই ঐতিহ্যবাহী দল আবাহনী ও মোহামেডান। জিতেই পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগে গতকাল প্রাইম ব্যাংকের কাছে ১২০ রানের বড় ব্যবধানে হেরেছে আবাহনী। এটি তাদের টানা চতুর্থ হার। প্রিমিয়ার লিগের ইতিহাসে এর আগে কখনো টানা চতুর্থ ম্যাচে হারেনি আবাহনী।
এই পরাজয়ে শিরোপার লড়াই থেকে কার্যত ছিটকেই পড়ল তারা। আবাহনীর মতো একই অবস্থা মোহামেডানেরও। তারাও টানা তৃতীয় ম্যাচে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা পেল। তবে এবারের লিগটা কিন্তু দারুণভাবে শুরু করেছিল মোহামেডান। প্রথম তিন ম্যাচেই তারা দারুণ জয় পেয়েছিল।
সমর্থকরা আশায় বুক বেঁধে ছিলেন, ২০০৮-০৯ মৌসুমের আবারও বোধহয় শিরোপা জিততে যাচ্ছে। কিন্তু এখন উল্টা পথে যাত্রা শুরু করেছে ঐতিহাবাহী এই দলটি। গতকাল গাজী ট্যাংকের কাছে ১০৩ রানে হেরেছে মোহামেডান। টানা তিন ম্যাচে পরাজিত হয়ে এখন তারা পয়েন্ট তালিকার ৭ নম্বর দল। ভিক্টোরিয়া বর্তমান চ্যাম্পিয়ন হলেও লিগের শুরুর দিকে তাদেরকে হিসাবেই রাখা হয়নি।
রোটেশন পদ্ধতিতে দলবদলের কারণে এবার আর তারকার সমাহার ঘটাতে পারেনি ভিক্টোরিয়া। তারপরেও জাতীয় দলের তারকা ক্রিকেটার নাসির হোসেনের নেতৃত্বে শিরোপার দিকেই এগিয়ে যাচ্ছে দলটি। গতকাল প্রাইম দোলেশ্বরকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে তারা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে আবাহনীর বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রাইম ব্যাংক। সৈকত আলী, ভানুকা রাজাপাকসে ও লাহিরু থিরিমান্নের তিন হাফ সেঞ্চুরিতে ২৭২ রান করে তারা।
জয়ের জন্য ২৭৩ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১৫২ রানেই অলআউট হয়ে যায় আবাহনী। সর্বোচ্চ ২৮ রান এসেছে আল আমীনের ব্যাট থেকে। ব্যাটসম্যানদের পর প্রাইম ব্যাংকের বোলাররাও দাপট দেখিয়েছেন। অধিনায়ক এনামুল হক জুনিয়র ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মোহামেডানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৪৮ রান করে গাজী ট্যাংক।
৬৫ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন রকিবুল ইসলাম। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন ৬৮ রান। মোহামেডানের বোলার অজান্তা মেন্ডিস ৫৭ রানে নিয়েছেন ৪ উইকেট। মাশরাফি ৩৮ রানে নিয়েছেন দুই উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৫ রানেই আউট হয়ে যায় মোহামেডান।
লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা করেছেন ৫৬ রান।
গতকাল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে প্রাইম দোলেশ্বরকে দাঁড়াতেই দেয়নি ভিক্টোরিয়ার বোলাররা। মাত্র ৮৫ রানেই তারা দোলেশ্বরকে অলআউট করে দেয়। তারপর ব্যাটিংয়ে ওপেনার এনামুল হকের অপরাজিত ৪৫ রানে ভর করে মাত্র এক উইকেট হারিয়েই জিতে যায় তারা। ৯ উইকেটের এই জয়ে ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল ভিক্টোরিয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।