আমাদের কথা খুঁজে নিন

   

ছোটদের উপদেশ দেই, নিজেরা কতটা মেনে চলি?

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.

পাপী কে নয়, পাপ কে ঘৃণা করো। আজকে ভোর বেলা আমার মেয়ে কে যা বলছিলাম, তার সারমর্ম মনে হয় এই ছিল। মেয়ে ছোট, স্কুলে তার এক বন্ধু বেন্চে থুথু ফেলে হাত দিয়ে মুছেছে, তাই আমার মেয়ে তার সাথে মিশবেনা ঠিক করেছে। মাতা-সুলভ গাম্ভীর্যে অনেক বাণী দিলাম। যার মূলকথা এরকমই দাঁড়ায়।

বন্ধুকে সঠিক রাস্তা দেখাও, কিন্তু তাকে ছেড়ে দিলে সে তো ভুল শোধরাবেনা!! পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। খুব তো বাচ্চাকে লেকচার দিলাম। আসলে আমরা ক'জন অ্যাডাল্ট এই বাণী মেনে চলি? কত ঘৃণা জমা রাখি মনে, মানুষের ভালোকাজ কিন্তু সহজেই ভুলে যাই। আবার সম্পর্কের টানাপোড়েনে অতীতের পাপকর্মের রেফারেন্স টেনে পরিচিতদের গালি দিতেও কি ছাড়ি? ..."মনে নেই নাইন্টিন নাইন্টি...এ তুমি অমুক ভুল করেছিলে, তমুক পাপ করেছিলে?" কিংবা "দোস্ত সেইদিনের কথা আজও ভুলতে পারিনারে, যতই তুই এখন মাফ চাস, আমার সেইদিনের কষ্ট ভুলায়ে দিতে পারবি?" কত দোষ ধরি, কত ভুল গুনি, একটা বহুবছরের গড়া সম্পর্ককে এক মুহুর্তে ধূলায় উড়িয়ে দিতে আমাদের কতটুকু বাধে? বহুদিনের পুরনো বিশ্বাস ধুলিস্যাত হতে কয়েক সেকেন্ডও লাগেনা। জোড়া লাগেনা পোড়-খাওয়া সম্পর্ক।

আমরা পাপীকে মাফ করতে পারিনা। আমরা পাপীকে সহজে দ্বিতীয় সুযোগ দেইনা। আমরা পাপ থেকে দূরে থাকার পরিবর্তে পাপীর কাছ থেকে দূরে দূরে থাকি। আজকে আমার ছোট্ট মেয়ে কত্তো চোখ বড় বড় করে আমার সব লেকচার শুনলো। কিন্তু গুরুগম্ভীর সেই উপদেশের মাঝখানে আমি নিজেই যেন হীণমন্যতায় খানখান হয়ে যাচ্ছিলাম।

শিশুর মন কতই না পবিত্র, আর নিজেকে মনে হচ্ছিল ঠিক বিপরীত...কত উপদেশ দেই অবলীলায়, আর নিজের বেলায়?? ধিক্কার...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।