আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রিদা কাহলো : তাঁর নীল বাড়ি ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
ফ্রিদা কাহলো ফ্রিদা কাহলো ছিলেন মেক্সিাকোর একজন চিত্রকর। ৬ জুলাই ১৯০৭ সালে তাঁর জন্ম । ফ্রিদার পুরো নাম মাগদেলেনা কারমেন ফ্রিদা কাহলো ওয়াই কালডেরন।

ফ্রিদাকে স্বাতন্ত্র্য এনে দিয়েছিল ক্যানভাসে তীব্র উজ্জ্বল রঙে ইওরোপীয় আবহ ও লাতিন আমেরিকার আদিবাসী সংস্কৃতির মিশেল। এ ছাড়া প্রচুর আত্মপ্রতিকৃতি একেঁছেন। তাঁর আত্মপ্রকৃতিতে নিজের যন্ত্রনা ও যৌনতার ছোঁওয়া টের পাওয়া যায়। নিজেকেই বিদ্ধ দেখাচ্ছেন ... ক্যানভাসে তীব্র উজ্জ্বল রঙে ইওরোপীয় আবহ ও লাতিন আমেরিকার আদিবাসী সংস্কৃতির মিশেল। ১৯৫৪ সালের ১৩ জুলাই এই অসাধারণ শিল্পীর মৃত্যু ।

কাহলো একটা নীল বাড়িতে বাস করতেন। মেক্সিকো সিটির Coyoacan এ আজও রয়েছে সেই নীল বাড়ি - লা কাসা আজুল । লোকে আজও দেখতে যায়। প্রবেশ পথ বাইরের দেওয়াল লা কাসা আজুল । ভিতরে নীল বাড়ির উঠোন নীল বাড়ির নীল দেওয়াল ...এই ছবিটা দেখেই লা কাসা আজুল নিয়ে পোষ্ট করব ভাবলাম ... বাইরে থেকে
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।