হঠাৎ শুন্যতা ...................
জীবনকালঃ ১৯৩১-১৯৯৮
বায়োগ্রাফীঃ জন্ম রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ। প্রথমিক জীবনে অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে শুরু। ফটোগ্রাফী ট্রেনিং ১৯৪৯-এ Technical Training Centre of the Pakistan Air Force in Karachi থেকে। এর পর আরো প্রফেশনাল ট্রেনিং অর্যন রয়েছে, উল্লেখযোগ্য হলো, UNESCO training on microfilming in Karachi (1957-1958), British government training on document reproduction at Hatfield College of Technology in UK (1968), Kodak Colour Film course at Kodak Photographic School at Harrow in London (1968), diploma in photography from the British Institute of Reprographic Technology (1976), course on Xerox ppc at Rank Xerox Training Centre at New Port Pagnell in UK (1978)
এম এ বেগ ১৯৬০ সালে বাংলাদেশে প্রথম ফটোগ্রাফী ট্রেনিং ইন্সটিটিউট স্থাপন করেন যা বেগ আর্ট ইন্সটিটিউট নামে পরিচিত যা আজো টিকে আছে। তার দ্বিতীয় পুত্র প্রক্ষাত ফটোগ্রাফার ইমতিয়াজ আলম বেগ বর্তমানে এর দায়ীত্বে আছেন। তিনি বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি (বিপিসি)-র প্রতিষ্ঠাতা। এম এ বেগ জীবন ব্যাপি ফটোগ্রাফীকে শিল্পের মাধ্যম হিসেবে জনপ্রিয় করার জন্য কাজ করে গেছেন। তার লেখা বই গুলোর মধ্যে “আধুনিক ফটোগ্রাফী”, “ফটোগ্রাফী ফর্মুলা”, “ফটোগ্রাফী ডাইজেস্ট”, “রঙ্গিন ফটো প্রিন্টিং” ও “ডার্করুম সলিউশন” অন্যতম।
কর্মজীবনঃ
Pakistan Air Force (1949-1955), United States Information Services (USIS) (1955-1957), PANSDOC (Pakistan National Scientific Documentation Centre), Karachi (1957-1960), Roxy Photographic Store in Dhaka (1960-1963) and as Head of Reprographics Division of Bangladesh National Scientific Documentation Centre - BANSDOC (1963-1988). He worked as a resource person at the Audio-Visual Training Institute of the Government Teachers Training College (1963-1966), as teacher of photography and graphic arts at the Department of Architecture of BANGLADESH UNIVERSITY OF ENGINEERING AND TECHNOLOGY (1977-1979), and as medical photo consultant at Bangladesh Diabetic Hospital (BIRDEM).
অর্জনঃ
Cento Photo Contest Prize (Bronze), Ankara (1968); ACCU UNESCO Prize, Japan (1976); ACCU Rotary Prize, Japan (1977); Hon Diploma, USSR (1977); two Hon Mention Prizes, Canada (1977); Top Prize Photokina, Germany (1978); Fuji Prize, Pentax/Yathrib, UK (1986); first prize World & I, USA (1986 & 1987). He was honoured as ESFIAP at the FIAP (Federation International de L' Art Photographique) 19th Congress in Germany (1987); Hon FPAD (the highest honour in photography) at the first International Conference held in CALCUTTA (1982) and এবং সেই বছরের বিশ্বের সেরা ১১ ফটোগ্রাফারের একজন হিসেবে বিবেচিত হন, honorary life membership of WIF (Worldview International Foundations) in 1982; Hon FBPS (the highest honour of the Bangladesh Photographic Society) in 1983. Awarded ASIIPC by the India International Photographic Council (1991); Photography Charcha (Photography Practice) honour at Calcutta Book Fair '97; FSIPC by the India International Photographic Council (1997) and Alokchitracharjo (Chancellor of Photography) by the Bangladesh Photographic Society (BPS) and the National Federation of Photographers (1998).
সুত্রঃ বাংলাপিডিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।