আমাদের কথা খুঁজে নিন

   

মেসেজ পাঠান বাংলাতেই!!!

হে মানুষ, তুমি মানুষের মতই হও, এই আমার আশা ও প্রার্থনা।
মেসেজ এখন লেখা সম্ভব আমাদের মাতৃভাষা বাংলাতেই। এজন্য আপনার দরকার হবে মুঠোবার্তা নামক একটি সফটওয়ার। সফটওয়ারটি লেখা হয়েছে জাভাতে। এজন্য আপনার মোবাইলটি জাভা সাপোর্টেড হলেই হবে।

ডাউনলোডের জন্য http://www.ideas4bd.com বাংলায় মেসেজ লেখা নিয়ে যারা ভাবছেন অনেক বাটন প্রেস করতে হবে, তাদের জন্য বলছি, সফটওয়ারটি এমনভাবেই সাজানো হয়েছে যাতে আপনি কম্পিউটারে যেমনভাবে ফোনাটিকে বাংলা লিখে থাকেন, সেভাবেই খুবই সহজে বাংলা লিখতে পারবেন। শুধু যুক্তাক্ষর লেখার বেলায় কিভাবে লিখতে হয় তা একটু হেল্প মেনু থেকে দেখে নিলেই হল, কয়েকবার লিখলেই পরে দেখবেন সহজ হয়ে গেছে। সফটওয়ারটির নির্মাতা ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজীর চতুর্থ বর্ষের কম্পিউটার সায়েন্সের ছাত্র মোঃ মোস্তফা কামাল। সফটওয়ারটির একেবারেই নতুন। কয়েকটি ভুলও চোখে পড়ে।

সফটওয়ার চালুর সময় যে লোডিং পেজটা শো করে, সেখানে Loading বানানটা বেমানানভাবে ভুল। যদিও সফটওয়ারে লেখার সময় কোন ভুল চোখে এখন পর্যন্ত চোখে পড়ে নি। এছাড়া “চ” এবং “ছ” অক্ষরদুটো ঠিক পরিষ্কারভাবে বোঝা যায় না। তবে সব মিলিয়ে সফটওয়ারটি খুবই চমৎকার। একটি বিষয় মনে রাখা প্রয়োজন, বাংলা দেখা এবং লেখা শুধু এই মোবাইলের এপ্লিকেশন দিয়েই সম্ভব, সুতরাং আপনার মোবাইল থেকে বাংলায় মেসেজ পাঠালেও আপনার বন্ধুর মোবাইলে কিন্তু বাংলা দেখা যাবে না যতক্ষন না পর্যন্ত আপনার বন্ধুর বা যার কাছে আপনি মেসেজ পাঠাচ্ছেন তার কাছেও এই একই সফটওয়ারটি থাকে।

তার মানে বাংলায় মেসেজ লিখতে এবং পেতে হলে প্রেরক এবং প্রাপক উভয়ের মোবাইলেই এই সফটওয়ারটি থাকতে হবে। আর কোন বাংলা মেসেজ রিসিভ হলে অটোমেটিকই সফটয়ারটি ওপেন হয়ে মেসেজ শো করবে, সফটওয়ারটি চালিয়ে রাখতে হয় না। হয়ে যাক তাহলে প্রান খুলে বাংলাতেই মোবাইলের বার্তা প্রেরন!!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।