আমাদের কথা খুঁজে নিন

   

অ্যা ট্রাজেডি অব লাভ মেসেজ!

© লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা সম্পূর্ণ বা আংশিকরূপে কোথাও প্রকাশ করা যাবে না।
লাভ SMS করলাম সেন্ড প্রিয়ার নাম্বারেতে, SMS পড়ল গিয়ে মেয়ের বাবার হাতে । কপাল খারাপ হলে বুঝি কত কিছু্ই হয়! প্রিয়ার বাবা মোবাইলে দেখায় শুধু ভয়! এক SMS এই লেগে গেল জিলাপীর প‌্যাঁচ, তাইতো এখন করিনা আর মোবাইল SMS. হায়রে আমার ভালুবাসা! মাইন্ডাইয়েন্না ভাই-বেরাদার এন্ড আপুরা । অনেকদিন কোন পোষ্ট নেই । তাই নেট থেকে মেরে দিলাম ।

সাথে ফাও আরেকটা - তোমার জন্য আনতে পারি আকাশ থেকে তারা, তুমি বললে বাঁচতে পারি অক্সিজেন ছাড়া । পৃথিবীটাও লুটাতে পারি শুধু তোমার পায়! আবার তুমিই বলো এভাবে আর কত মিথ্যা বলা যায়? এবং এলেবেলে কিছু কথা - এমনিতেই মেজাজ বিলা সকাল থিকা । আইজকা নাকি ভালুবাসা দিবস ! এই দিনে ঘর হতে খুব একটা বের হইনা । বের হলেই বাইরে নানা রকম তামাশা দেখা লাগে । খুব বিরক্ত লাগে নিজের উপর ।

পাড়ার আবুল কুদ্দুস মদন থেকে শুরু কইরা সবাই দেখাই দেখাইয়া প্রেম করে আর আমি কিনা...! কিন্তু বের হতে হলো । ভ্যালেন্টাইন ডে তে ইয়ার ফাইনাল পরীক্ষার সাথে ডেট পড়ে গেল । মিসতো করা যায়না । মেজাজ খারাপ কইরা ভালোমতোই কুপাইছি এইটারে । কোনা মায়া দয়া নাই ।

পরীক্ষা দেয়ার পর হল থেকে বেরুনোর পর দেখি কোথা থেকে জানি ফুলের মিষ্টি গন্ধ আসে । খেয়াল করে দেখলাম আমার আশেপাশে দাঁড়ানো ললনাদের হাতের ফুলের ষ্টিক থেকেই গন্ধের উৎস । আহা! অনুভব করা যায় কিন্তু ছোঁয়া যায়না । আপচুস! যাই হোক আমারে কেউ তো ফুল দিবেনা তাই আমিই আপনাদের দিলাম । এই লন রজনীগন্ধার ষ্টিক ।

হেপ্পি ভ্যালেন্টাইন ডে । উৎসর্গ : এই পোষ্ট ব্যাচেলরদের জন্য উৎসর্গ করা হলো । মন খারাপের কিছু নাই । জাষ্ট এনজয় দি ফ্রিডম অব ইয়োর লাইফ । ভালুবাসার মাইনকা চিপায় ফাইস্যা গেলে ছবিটার মতোন হতে পারে
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.