এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, অনলাইন ইনসাইক্লোপিডিয়া ও মোবাইল অপারেটর এয়ারটেল যৌথভাবে কেনিয়ায় শুরু করেছে এই উদ্যোগ।
উইকিমিডিয়া ফাউন্ডেশনের টেকনিকাল পার্টনার ম্যানেজার ড্যান ফই বলেন, “তিন মাসব্যাপী চলবে এই পরীক্ষা। উন্নয়নশীল বিশ্বে ইন্টারনেটযুক্ত স্মার্টফোন খুব বেশি ব্যবহৃত হয় না। ফলে কোটি কোটি মানুষ তাদের মোবাইল ফোনে উইকিপিডিয়া দেখতে পারেন না।”
পাশ্চাত্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতের প্রধান বাজার হিসেবে দেখছে আফ্রিকাকে। এ জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সহজে চালানো যায়, এমন প্রযুক্তি চালু করছে।
আফ্রিকার প্রযুক্তি সংবাদভিত্তিক ওয়েবসাইট হিউম্যানআইপিও-র সম্পাদক টম জ্যাকসন বলেছেন, “উইকিপিডিয়ার উদ্যোগকে স্বাগতম। এই পদক্ষেপ আফ্রিকার দেশগুলোতে অনলাইনে শিক্ষামূলক বিভিন্ন বিষয় সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন আনবে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।