আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রতন’

প্রযোজনা প্রতিষ্ঠান ডটস এন্ড মার্কসের ব্যানারে আশফাক আহমেদের প্রযোজনায় নির্মিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা ও পরিচালনা করছেন এন.এস. বুলবুল বিশ্বাস।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাসেল, রাশেদ মামুন অপু, মাহমুদুল ইসলাম মিঠু, রাজু খান, বিথী, মুন্নি তালুকদার।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত চলচ্চিত্রটি ইতোমধ্যে সেন্সর সার্টিফিকেট পেয়েছে। খুব শীঘ্রই কোনো এক চ্যানেলে এর ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার অনুষ্ঠিত হবে বলে গ্লিটজকে জানিয়েছেন পরিচালক বুলবুল।

চলচ্চিত্রের কাহিনিতে দেখা যায়, ১৯৭১ সালে সারাদেশে পাকহানাদার বাহিনীর হত্যা, লুন্ঠন এবং ধ্বংসযজ্ঞ চলছে।

যাতে বাদ যায় না তাঁতিবন্ধ গ্রামও। এক রাতে হানাদার বাহিনীর করাল থাবা পড়ে তাঁতিবন্ধ গ্রামের উপর। পরদিন সকালে যখন দুজন মুক্তিযোদ্ধা আতা এবং লতিফ ঐ গ্রামে অবস্থা পর্যবেক্ষণ করতে যান, তখন তারা ধ্বংসযজ্ঞের মধ্যে কুড়িয়ে পান রতনকে। ১০ বছরের বালক রতনের সামনেই খুন হয়েছেন তার বাবা, লাঞ্ছিত হয়েছেন তার মা।

রতনকে যখন আতা মুক্তিবাহিনীর ক্যাম্পে নিয়ে আসেন তখন মজু কমান্ডার ব্যাপারটা সহজ ভাবে নিতে পারেন না।

কারণ যেখানে নিজেদেরই থাকা খাওয়ার নিশ্চয়তা নেই সেখানে এই ১০ বছরের বাচ্চার জন্য আরও ঝামেলা সৃষ্টি হতে পারে। কিন্ত মজু কমান্ডার পাক বাহিনীর হাতে ধরা পড়ার পর গেরিলা যুদ্ধে তার অন্য সহযোদ্ধারা যখন পরাজয়ের দ্বারপ্রান্তে তখন ১০ বছরের সেই বালক রতন নিজের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তার বুদ্ধিমত্তা ও সাহসের গুণে যুদ্ধে জয়ী হয় মুক্তিযোদ্ধারা।

প্রযোজক আশফাক আহমেদ গ্লিটজকে বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ভবিষ্যত প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে হলে এ ধরনের চলচ্চিত্র তৈরি করার বিকল্প নেই।

চলচ্চিত্র আমাদের সংস্কৃতিতে বড় একটি অংশ দখল করে আছে তাই অন্যসব কিছুর মতো এ মাধ্যমেও মুক্তিযুদ্ধকে তুলে ধরা আমাদের এ সিনেমার উদ্দেশ্য। ”

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন বিপ্লব বড়ুয়া।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.