আমাদের কথা খুঁজে নিন

   

জার্নী টু মতিঝিল বাই বাসঃ

সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজে পেতে চেষ্টা করি............

নাগরিক যন্ত্রনা-১ মতিঝিল যাচ্ছি-বাসে। আমার গন্তব্য কলাবাগান থেকে মতিঝিল। কলাবাগান বাস স্টান্ড থেকে মতিঝিলের উদ্দেশ্যে অনেকগুল বাস পাওয়া যায়। সরাসরি কলাবাগান থেকে মেঘলা ট্রান্সপোর্ট নামক একটা বাস ছাড়ে কিছুক্ষণ পরপর। সেই বাসের চেহারা সুরত ভালোনা-তাই অন্য বাসের অপেক্ষা।

এই লাইনে আরো অনেক বাস আছে যেমন- ট্রান্স সিল্ভা, রাজধানী একপ্রেস, অলকা ট্রান্সপোর্ট, পুবালী পরিবহন এবং আরো......। এই বাসগুলোর কোনটার গন্তব্য মতিঝিল, কোনটার যাত্রাবাড়ি কিম্বা ভুলতা। এই বাসগুলোতে টিকেট করে উঠতে হয়-তাই বাসগুলোকে বলা হয় কাউন্টার বাস। বাসের কাউন্টারগুলো অদ্ভুত! দুই ফুট বাই এক ফুট টেবিল। সেই টেবিলে ড্রয়ার আছে।

পেছনে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি টুল। সেই টুলের উপড় বসে যুবকেরা টিকিট বিক্রি করে-সেজন্যই এবাসের নাম কাউন্টার বাস। সকাল পৌনে নয়টায় উঠেপরি ট্রান্স সিলভা নামক বাসে-ঠেলে ঠুলে একদম পিছনে গিয়ে দাড়িয়েছি মাথার উপড়ের রড ধরে। বাসে তিল ধারনের যায়গা নেই। ড্রাইভারের পিছনে তিন জনের বসার সীট ওয়ালা পর পর তিন সারি সীটের উপড় স্টীকার সাটানো-মহিলা/ শিশু ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত"।

আমি ঐ তিনটার একটাও নই। অনেক তরতাজা পুরুষ বসে আছে সেই নির্ধারিত সীটে কিন্তু ১০/১২ জন অফিস যাত্রী মহিলা দাঁড়িয়ে আছে। একজন মহিলা কিছুটা বিরক্ত হয়ে বললেন-"আপনারা মহিলাদের সীটগুলো ছেড়ে দিন..."। কেউ রা করছেনা! আবারো মহিলা যেইনা রিকোয়েস্ট করলেন-তখনই বয়স্ক একজন বললেন(ঘেউ ঘেউ করে)"পাব্লিক বাসে উঠলেই আপনাদের মনে হয়-আপনারা মহিলা... বাসের ভিতর মহিলা-পুরুষ নেই। যে যেখানে পারে বসে যাবে-যদি দাঁড়িয়ে না যেতে পারেন-তাহলে একটা প্রাইভেট কিন্না লন"! পাঁজি বেটার কথা শুনে আমি পিছন থেকে বললাম-"ভাই মহিলাদের সীটগুলো ছেড়ে দিননা, দেখতেই পাচ্ছেন-কি অবস্থায় ওনারা কস্ট করছেন"! অমনি এক সাথে ৪/৫ জন বলে উঠলেন-"ইশ! নিজে বসতে পারেননি বলেই-অন্যদের উঠে যেতে বলছেন"!অসহায় আমি চুপ করে গেলাম।

বাসে বসে আছি-কিন্তু বাস নড়ছেনা। বাম্পার টু বাম্পার জ্যাম। গাড়ি এগুচ্ছে ইঞ্চি ইঞ্চি মেপে। বাসের ভিতরে প্রচন্ড গড়মে যাত্রীরা হাসপাস করছে। বাসের পিছনে যদিও দাড়ানোর জন্য অনেক যায়গা আছে তবুও সব ভীড় সামনের দিকে-যেখানে মহিলারা ঠাসাঠাসি করে দাঁড়িয়ে আছেন! কেউ পিছনে যাবেননা।

বাস চলার সময় যদিও কিছুটা বাতাস লাগে কিন্তু থেমে থাকা বাসে বাতাস নেই। কলাবাগান থেকে ধান্মন্ডি ৫ নম্বর রোড পর্যন্ত আসতেই ৩০ মিনিট লেগে গেলো। যাত্রীরা চিল্লাচিল্লি করছে-অফিস টাইম বলে। কেউ কেউ শেখ হাসিনার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করছে, কেউবা আগের সরকারের। এক যাত্রী শুদ্ধ ভাষায় বলছেন-"ছোট্ট একটুকরা বাংলাদেশ, রিকশা চলাচলের যেখানে যায়গা নেই-সেখানে শুধু প্রাইভেট আর প্রাইভেট(গাড়ি)"! অন্য জন বলছেনঃ-"আরে ভাই, বাঙ্গালী আর বাংলাদেশের উন্নতি জিন্দেগীতেও হবেনা, বিদেশে দেখি কত্ত বড় বড় রোড, যেনো ফুটবল খেলার মাঠ"! একজন টিপ্পনী কেটে জানতে চায়ঃ-"ভাইজান আপনি পৃথিবীর কোন কোন দেশ ঘুড়ছেন"? উত্তরঃ-"ইন্ডিয়া"।

"ইন্ডিয়ার কোথায়"? উত্তরঃ-"কলকাতা"! অন্য একজনঃ-"কোলকাতাও আবার বিদেশ হইল"! বাস ৬ নম্বর রোডের কাছে আসতেই কয়েকজন যাত্রী চিতকার করে বলছেন-"এই ড্রাইভার, বাম দিকে ঢূইক্কা পরো, গ্রীণ রোড দিয়া বাইরাইয়া যাও"। অন্য একদল বলছে-"এই ড্রাইভার, ঝামেলা করবানা, যেমন যাইতাছো তেমন সোজা যাও"। কেউ একজন বলছেন-"মেইন রোডের জ্যাম ছাড়ানোর জন্য সার্জেন্ট আছে, ঘুপচি-গলির মধ্যে আটকা পরলে আর বাইরাইতে পারবানা"। কয়েকজন গলার সব জোড় খাটিয়ে ড্রাইভারকে অর্ডার করলো-"ঐ ব্যাটা তরে কইছি গ্রীণ রোড হইয়া যা"। ড্রাইভার বলছে-"গ্রীণ রোডে গেলে ছারজেন কেচ কইররা দিবে-তহনতো আপনারা ঠেকাইবেননা"! কয়েকজন যাত্রীঃ-"আমরা দেখমু-কোন সার্জেন্ট তোমারে আটকায়-তুমি গ্রীণ রোড হইয়া যাও"।

এত্ত সব নির্দেশনার মাঝে ড্রাইভার বাম দিকে টার্ণ নিয়ে গ্রীণ রোড হয়ে চলছে সাইন্স ল্যাবোরেটরীর দিকে। কয়েকজন যাত্রী চিতকার করে বলছে-"ঐ বেডা ড্রাইভারের বাচ্চা, তোরেনা কইলাম-সোজা যা, যদি টাইমমত অফিসে না যাইতে পারি-তাইলে তরে আইজ পিডাইয়া তক্তা বানাইয়া ফালামু"! একজন বললেনঃ-"ড্রাইভার শালারা মানুষনা"। অন্য একজনঃ-"এইজন্যইতো তোমরা মাঝে মধ্যে পাব্লিকের কিল খাও"! উত্তেজিত ড্রাইভার বললোঃ-"বেশী চিল্লাইবেননা, গাড়ি হালাইয়া নাইম্মা যামু-হেরপর হাইট্টা হাইট্টা অফিসে যাইয়েন"! অন্য একজনঃ-"এই ব্যাটা ফাইজলামী পাইছোস-গাড়ি থুইয়া নাইম্মা যাবি? কেন পয়শা দিয়া গাড়িতে উঠিনাই"? ল্যাব এইডের সামনে এসে আবার চিরন্তন মহা জ্যাম(এর জন্য ব্লগার মেজবা য়াযাদ ভাই দায়ী, কারন উনি ল্যাব এইডের সিনিয়র কর্মকর্তা)। সিটি কলেজের সামনে গাড়ি আসতেই কন্ডাক্টর বলল-"ওস্তাদ ছারজেন হালায় ছিংগাল দেচে-গাড়ি থামাইতে কয়"। ড্রাইভারঃ-"যা তুই কতা কইয়া আয়"।

কন্ডাকটরঃ-"ওস্তাদ এইডা বোউজলা(সার্জেন্ট বজলু) হালায়-ও ছারবেনা। টাহা খায়না"। সার্জেন্ট গাড়ির কাছে এসে জানতে চাইলো-গাড়ি কেনো অবৈধ ভাবে গ্রীণ রোডে ঢুকাইছস? যাত্রীরা চিতকার করছে-সার্জেন্ট নির্বিকার! সার্জেন্ট ড্রাইভারের কাগজপত্র রেখে টিকিট ধরিয়ে দিল...। এবার ড্রাইভার মা-বোন তুলে গালাগাল করছে-যারা গাড়ী ঘুড়িয়ে গ্রীণ রোড হয়ে যেতে বলছিল...তাদের উদ্দেশ্য করে। কিন্তু এখোন সব যাত্রী স্পীক্টি নট!



আরো পড়ুন


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.