১.
এখানে শব্দরা পরাজিত
স্বপ্নগুলো পৌষের ঝরা পাতা- উড়িয়ে নেয় নিয়তি
দিনের শেষে রাত্রিক শব্দাবলীর সাথে ধেয়ে আসে পৌরাণিক প্রেতাত্মা
বদ্ধ কবাটের গায়ে লোমস খসখস আর নানান ভৌতিক আর্তি
শিয়ালের আয়েশী রবের সাথে কর্ণদীর্ণ শীতরাতের কুকুর আর্তনাদ একটানা
বর্ষণসন্ধ্যার কবিতা মনে নেই আজ
শুধু হারানো এক শীর্ণকায়া স্রোতবতী তট
বোতামখোলা জানালার ওপাশে নেই কোন উদাসী মুখ
জমাট নৈঃশব্দের বুকে থিক থিক অন্ধকার
বিড়ালের মিউ মিউ স্বরের বদলে আজ শুধু পেঁচার মোহাচ্ছন্ন ডাক
বিরান মাঠের ওপারে নেই কোন স্নিগ্ধ গাঁ
খা-খা প্রান্তর জুড়ে চৈত্রের নিদাঘ তাপতরঙ্গ
একটানা সবুজাভ ফসলের দেয়ালজুড়ে শষ্যহীন ফাটফাট মরুভূমি
কবিতার শরীরজুড়ে পোড়ানো বারুদের কটু গন্ধ
আর থৈ থৈ বর্ষার বদলে কেবলই শীলাবৃষ্টি অসহ
২.
তোমার বদলে তুমিহীনা, নারীর বদলে নরক
স্বদেশ বদলে পরদেশ, শাসক বদলে শোষক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।